Connect with us
ফুটবল

এক যুগ পর থাইল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

5 Bangladeshi women footballers to play in Asian Champions League
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

প্রথমবার ২০১৩ সালের এশিয়ান কাপ বাছাইপর্বে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৯-০ গোলের বিশাল ব্যবধানে। দীর্ঘ এক যুগ পর আবারও সেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আজ খেলতে যাচ্ছে বাংলার বাঘিনীরা।

ইতোমধ্যে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই টুর্নামেন্টের জন্য নিজেদের পরিপূর্ণভাবে প্রস্তুত করতে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে গেছে ঋতুপর্ণা চাকমারা। বাংলাদেশ সময় বিকেল চারটায় অনুষ্ঠিত হবে প্রথম প্রীতি ব্যাচ।

থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার বলেছিলেন, জয় বা পরাজয় নয়, লক্ষ্য এশিয়ান কাপের জন্য ভালো প্রস্তুতি নেয়া। তাই পারফরম্যান্সের উন্নতিতেই চোখ রাখার নির্দেশ তাঁর। যেখানে বাংলাদেশের (১০৪) তুলনায় ফিফা র‍্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা হংকংয়ের (৫৩) বিপক্ষে ভালো লড়াই দেখতে চান বাটলার।



ব্যাংককের চালের্ম ফ্রাকিয়াত ব্যাং মড স্টেডিয়ামে আজ শুক্রবার থাইল্যান্ডের নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে বাফুফের দেওয়া ভিডিও বার্তায় দলের নিয়মিত গোলরক্ষক রুপনা চাকমা বলেছেন, ‘ম্যাচের জন্য প্রস্তুত। আমি নিজের সেরাটা দিয়ে খেলতে চাই। অবশ্যই জিততে চাই। সবারই লক্ষ্য এক।’

এছাড়া দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, ‘ব্যাংককে চেষ্টা করছি আমাদের দুর্বলতা এবং প্রতিপক্ষের শক্তির দিক নিয়ে কাজ করতে। আমরা যারা কোচিং স্টাফে আছি, মেয়েদের সাহায্য করার চেষ্টা করছি। টেকনিক্যাল, ট্যাকটিক্যাল যে ইনফরমেশন দেওয়ার দরকার, সেটা দিচ্ছি। চেষ্টা করছি তাদের কাছ থেকে সর্বোচ্চটা আদায় করে নিতে।’

পরবর্তী ম্যাচে আগামী ২৭ অক্টোবর একই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এরপর পরবর্তী নভেম্বরে ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলার নারীরা। ২০২৬ এর মার্চে এশিয়ান কাপের মূল পর্বে খেলবে ঋতুপর্ণা-আফঈদারা। তার আগে গেল জুলাইয়ের বাছাইপর্বে বাহারাইন, মিয়ানমার ও তুর্কেমেনিস্তানের মতো দলকে পরাজিত করেছিল বাংলাদেশ।

বাংলাদেশ নারী ফুটবল দল—

গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী মণ্ডল
ডিফেন্ডার: নবীরন খাতুন আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার,শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম
মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী
ফরোয়ার্ড: উমেহলা মারমা, শাহেদা আক্তার রিপা, মোসাম্মৎ সুলতানা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান শিখা।

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল