
অবশেষে ওয়ানডেতে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসলো বাংলাদেশ। দেড় বছর পর ওয়ানডে সিরিজে জয় পেয়েছে টাইগাররা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মেহেদি হাসান মিরাজের দল। তাতে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ে পেয়েছে লাল-সবুজের দল।
বাংলাদেশের জয়ের পর অভিনন্দন জানিয়েছেন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। এক ফেসবুক পোস্টে মিরাজদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ’আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সিরিজ জয়।’ চলতি সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন রিশাদ। তাকে আলাদাভাবে অভিনন্দন জানিয়ে মুশফিক লিখেছেন, ‘অভিনন্দন রিশাদ। আশাকরি অনেক দূর যাবে।’
অনেকদিন ধরেই ওয়ানডে ক্রিকেটে ধুকছে বাংলাদেশ। কোনোভাবেই ধরা দিচ্ছিল না সাফল্য। সবশেষ ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। এরপর আর সিরিজ জয়ের স্বাদ পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।
গত বছরের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে ৩-০ হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। চলতি বছর শ্রীলঙ্কার মাঠে গিয়ে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে মিরাজের দল। টানা ব্যর্থতার পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশে নেমে গেছে টাইগাররা।
সবশেষ আফগানিস্তান সিরিজ দিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ ছিল টাইগারদের। তবে সেই সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয় মিরাজরা। তাতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে তৈরি হয় শঙ্কা। তবে ঘরের মাঠে উইন্ডিজ সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় টাইগাররা।
সিরিজের প্রথম ওয়ানডেতে ২০৭ রানের পুঁজি নিয়েও ৭৪ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে ১ রানে হেরে যায় মিরাজের দল। তবে এবার আর হতাশ করেননি মিরাজরা। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ১৭৯ রানের বিশাল জয়ে দেড় বছর পর ওয়ানডে সিরিজ জিতেছে লাল-সবুজের দল।
এদিন মিরপুরে আগে ব্যাট করতে নেমে ২৯৬ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১১৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ শেষে এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/বিটি
