
মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগেই ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াকে দলে ফেরত পেয়েছে বার্সেলোনা। গতকাল যোগ দিয়েছেন দলের সঙ্গে অনুশীলনে।
গত মাসের শেষের দিকে লা লিগায় রিয়াল ওবিয়েদোর বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনিয়া। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
দলের সঙ্গে বুধবারের অনুশীলনে যোগ দিয়েছেন রাফিনিয়া, বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। রাফিনিয়ার সঙ্গে দলে ফিরেছেন ফেররান তরেসও।তবে অসুস্থতার কারণে এখনো দলের বাইরে রয়েছেন ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।
তবে স্বস্তির মাঝেও বড় দুশ্চিন্তা রয়েছে হান্সি ফ্লিকের। লা লিগায় আগামী রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে গাভি, হোয়ান গার্সিয়া, দানি ওলমো ও রবার্ট লেভানদোস্কিকে পাওয়া যাবে না।
এখন পর্যন্ত লিগ টেবিলে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/এআই
