Connect with us
ক্রিকেট

১২ উইকেট নিয়ে নতুন দুটি রেকর্ড গড়লেন রিশাদ

Rishad sets two new records with 12 wickets.
ওয়েস্ট সিরিজে ১২ উইকেট শিকার করেছেন রিশাদ। ছবি- এএফপি

অবশেষে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে ওয়ানডেতে সিরিজ জয়ের দেখা পেল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। তাতে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যাবধানে জয় পেয়েছে লাল-সবুজের দল। 

বাংলাদেশের সিরিজ জয় বল হাতে বড় অবদান রেখেছেন রিশাদ হোসেন। ৩ ম্যাচে একাই শিকার করেছেন সিরিজের সর্বোচ্চ ১২উইকেট। আর তাতেই দুটি পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন এই লেগস্পিনার।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১২ উইকেট নিয়ে রশিদ খানের রেকর্ড ভেঙে দিয়েছেন রিশাদ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ইতিহাসে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ ১২ উইকেট নিয়ে এখন শীর্ষে রিশাদ। এতদিন এই রেকর্ডটি রশিদ খানের দখলে ছিল। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১১ উইকেট শিকার করেছিলেন এই লেগস্পিনার। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ উইকেট নিয়ে তাকে টপকে গেলেন রিশাদ।



এদিকে দেশের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনারদের মধ্যে আরাফাত সানির নেওয়া সর্বোচ্চ উইকেটের রেকর্ডও ভেঙে দিয়েছেন রিশাদ। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে ১০টি উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। এবার রিশাদ তাকে ছাড়িয়ে শীর্ষে উঠে এলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেছিলেন রিশাদ। সেই ম্যাচে স্বল্প পুঁজি নিয়েও বড় ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। পরের ম্যাচে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি এই লেগি। এবার শেষ ম্যাচে আরও ৩ উইকেট নিয়ে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন এই তারকা।

ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট