Connect with us
ক্রিকেট

নারী বিশ্বকাপে দুই ভারতীয় ওপেনারের সেঞ্চুরি

স্মৃতি ও প্রতীকা
স্মৃতি মান্দানা ও প্রতীকা রাওয়াল। ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন দুই ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা ও প্রতীকা রাওয়াল। নারী ওয়ানডে বিশ্বকাপে ৩য় ওপেনার জুটি হিসেবে সেঞ্চুরির দেখা পেলেন তারা। 

এর আগে টসে জিতে ভারত কে নিয়ে আমন্ত্রণ জানায় কিউয়িরা। ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ২০২ বলে ২১২ রান করেন স্মৃতি ও প্রতীকা। ৮৮ বলেই সেঞ্চুরি তুলে নেন স্মৃতি। এই সেঞ্চুরি তে এক ক্যালেন্ডার বছরে মহিলাদের ওয়ানডেতে পাঁচটি সেঞ্চুরি করে তিনি ছুঁয়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা তাজমিন ব্রিটসের রেকর্ড। সেই সঙ্গে কেরিয়ারের ১৪তম শতরান পূর্ণ করে তিনি এখন অস্ট্রেলিয়ার কিংবদন্তি মেগ ল্যানিংয়ের ঠিক পরেই অবস্থান করছেন।

এরপর ৯৫ বলে ১০৯ রান করে আউট হন স্মৃতি। এরপর রোদ্রিগোজ কে নিয়ে ৫৮ বলে ৭৬ রানের জুটি গড়েন প্রতীকা। ১২২ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন প্রতীকা। শেষ পর্যন্ত ১৩৪ বলে ১২২ রান করে থামে প্রতীকার ইনিংস।



দুই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক হারমনপ্রীত কাউর কে নিয়ে জুটি গড়েছেন রোদ্রিগোজ। মাত্র ৩৮ বলেই তুলে নিয়েছেন অর্ধ শতক।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৪৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২৯  রান সংগ্রহ করেছে ভারত দল।

ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট