Connect with us
ক্রিকেট

নাসুমের ৩ উইকেটের পর এক ওভারে রিশাদের জোড়া শিকার

After Nasum’s three wickets, Rishad strikes twice in one over.
নাসুম-রিশাদের স্পিন ভেলকিতে ধুকছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি- বিসিবি

মিরপুরে বাংলাদেশের স্পিন ভেলকিতে ধুকছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নির্ধারনী তৃতীয় ম্যাচে ২৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শতরানের আগেই ৭ উইকেট নেই ক্যারিবিয়ানদের। মিরপুরের স্পিন সহায়ক পিচে বল হাত্ব দাপট দেখাচ্ছেন নাসুম-রিশাদরা।

আজ (বৃহস্পতিবার) মিরপুরে সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটাররা মঞ্চ তৈরি করে রেখে গেছেন আগেই। সাইফ-সৌম্যদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর ২৯৬ রানের বিশাল পুঁজি পেয়েছে টাইগাররা। বোলিং সহায়ক উইকেট বড় স্কোর গড়ে বোলারদের কাজটা সহজ করে দিয়ে গেছেন ব্যাটাররা।

সাইফ-সৌম্যদের পর এবার বল হাত্ব নিজেদের কাজটা করছেন নাসুম-রিশাদরা। শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারে ধস নামান নাসুম। দলের ৩৫ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে ফেরান নাসুম। অ্যালিক অ্যাথানেজি ২১ বলে ১৫, ব্রান্ডন কিং ১৭ বলে ১৮ এবং অ্যাকিম অগাস্ট ডাক মেরে ফেরেন।



নাসুমের স্পিন ভেলকির পর ওয়েস্ট ইন্ডিজ শিবিরে চতুর্থ আঘাত হানেন আরেক স্পিনার তানভীর ইসলাম। দলীয় ৪৬ রানে আগের ম্যাচ জয়ের নায়ক অধিনায়ক শাই হোপকে বিদায় করেন এই স্পিনার। শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরা আগে ১৬ বলে মাত্র ৪ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ইনিংসের ১৯তম ওভারে দলীয় ৬৩ রানের মাথায় জোড়া আঘাত হানেন সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ হোসেন। ওভারের প্রথম বলে শেরফান রাদারফোর্ডকে ক্যাচ আউটের শিকার বানিয়ে সাজঘরে ফেরান এই লেগি। সিরিজের তৃতীয় ম্যাচে এসে দুই ডিজিটের রান ছুয়েও ১২ রানের বেশি করতে পারেননি এই ব্যাটার।

ওভারের চতুর্থ বলে ফের আঘাত হানেন রিশাদ। এবার তার শিকার রস্টোন চেজ। তিনি ক্যাচ দিয়ে ফেরেন। তবে ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই অলরাউন্ডার। রিশাদের জোড়া শিকারের পর নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তানভীর। এবার তার শিকার সেট ব্যাটার ক্যাসি কার্টি। ৪৩ বলে ১৫ রান করে ফেরেন তিনি।

স্পিনারদের দাপুটে বোলিংয়ে পর ৬৭ রানেই ৭ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৮ রান। এখন মাঠে গুদাকেশ মতি ৯ বলে ৩ এবং জাস্টিন গ্রিবস ২২ বলে ৯ রানে ব্যাট করছেন।

ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট