
টানা চার ওয়ানডে সিরিজে পরাজয়ের পর অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বিশাল ব্যবধানের জয় তুলে নিয়েছে টাইগাররা। এতে করে ৫০ ওভারের এই ফরমেটে দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। যেখানে টস জিতে আগে ব্যাট করে ২৯৬ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় সফরকারী উইন্ডিজদের ইনিংস। এতে জয়ের আনন্দে মাতে বাংলাদেশ।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কাকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে পরাজিত করেছিল বাংলাদেশ। তারপর আরো ৪ ওয়ানডে ফরমেটের সিরিজে মাঠে নামার সুযোগ হয়েছে লিটন-মিরাজদের। তবে কোনোটাতেই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। হারতে হয়েছে আফগানিস্তান (২-১), ওয়েস্ট ইন্ডিজ (৩-০), শ্রীলঙ্কা (২-১) ও পুনরায় আফগানিস্তানের (৩-০) কাছে।
আজ সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটাররা মঞ্চ তৈরি করে রেখে গিয়েছিলেন আগেই। সাইফ-সৌম্যদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর ২৯৬ রানের বিশাল পুঁজি পায় টাইগাররা। উদ্বোধনী জুটিতেই আসে ১৭৬ রান। সাইফের ব্যাটে মেলে ৮০ ও সৌম্য করেছেন ৯১ রান। এরপর বাকি ক্রিকেটাররা দলের রান তিনশ অতিক্রম করতে না পারলেও কাছাকাছি নিয়ে যান।
রান তাড়া করতে নেমে এদিনও টাইগারদের স্পিন অ্যাটাকে ধরাসায়ী ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ হোসেন ও নাসুম আহমেদ শিকার করেছেন ৩টি করে উইকেট। আর জোড়া আঘাত দিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। শেষ পর্যন্ত ১১৯ বল হাতে থাকতেই সবগুলো উইকেট হারিয়ে পরাজয় বরণ করে নিয়েছে ক্যারিবিয়ানরা।
ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/এফএএস
