Connect with us
ক্রিকেট

দেশের জার্সিতে পুনরায় মাঠে ফিরতে মুখিয়ে আছেন লিটন

Litton Kumar Das
অনুশীলনে লিটন কুমার দাস। ছবি- লিটন

এশিয়া কাপের মাঝপথে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার অনুপস্থিতি ভালোভাবে টের পেয়েছিল টাইগাররা। কেননা ছন্দে থাকা এই ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন দলকে। চোটের কারণে মাস খানেকের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ার লিটন ফিরতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ চলাকালেই টি-টোয়েন্টি ফরমেটের দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে অধিনায়ক হিসেবে পুনরায় স্কোয়াডে ফিরেছেন লিটন কুমার দাস। তবে বিষয়টা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। ইতোমধ্যে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। গতকাল নিজের ফেসবুকে অনুশীলনের ছবি প্রকাশ করে মাঠে ফিরতে মুখিয়ে থাকার কথা জানিয়েছেন লিটন।

নিজের প্রকাশিত সেই ফেসবুক পোস্টের ক্যাপশনে লিটন দাস লিখেছেন, ‘আজকের মুহূর্ত! ছন্দে ফিরে আসতে পেরে ভালো লাগলো। সকলের প্রার্থনা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ — সর্বদা কৃতজ্ঞ। মাঠে ফিরে আসার এবং দেশকে আবারও প্রতিনিধিত্ব করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’



এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ মিস করেছেন লিটন। তার অবর্তমানে জাকের আলীর অধিনায়কত্বে ৩-০ ব্যবধানে সংক্ষিপ্ততম ফরমেটের সিরিজ যেতে নিয়েছিল বাংলাদেশ। অবশ্য ওয়ানডেতে কোন ম্যাচেই জয়ের দেখা পায়নি তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলার সুযোগ পাননি লিটন।

তবে উইন্ডিজদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফের তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অধিনায়ক হিসেবেই পুনরায় মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। আগামী ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এই টি-টোয়েন্টি সিরিজ। পরবর্তী ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট