Connect with us
ক্রিকেট

১৭৬ রানের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি গড়লো সৌম্য-সাইফ

সৌম্য সরকার ও সাইফ হাসান
সৌম্য সরকার ও সাইফ হাসান। ছবি: সংগৃহীত

মিরপুরে আজ ভাঙল ১১ বছরের পুরোনো রেকর্ড। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে এতদিন সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ডটি ছিল ইমরুল কায়েস ও এনামুল হক জুনিয়রের। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন সৌম্য সরকার ও সাইফ হাসান। তাছাড়া তামিম-লিটনের ২৯২ রানের ওপেনিং জুটির পর এবার দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি গড়লো তারা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দারুণ সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার। দুজন মিলে গড়েন ১৭৬ রানের জুটি। এর মধ্যে সাইফ হাসান আউট হবার আগে করেন ৭২ বলে ৮০ রান, আর সৌম্য সরকার ৮৬ বলে ৯১ রান করে আউট হন। দুজনই খেলেছেন আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ইনিংস।

এর আগে ২০১৪ সালের মার্চে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ১৫০ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশের হয়ে রেকর্ড করেছিলেন ইমরুল কায়েস ও এনামুল হক জুনিয়র। সেই রেকর্ডই টিকেছিল এতদিন।



তবে মিরপুরে বাংলাদেশের রেকর্ড গড়লেও, এই মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড এখনো পাকিস্তানের দখলে। ২০১২ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে ২২৪ রানের জুটি গড়েছিলেন পাকিস্তানের নাসির জামশেদ ও মোহাম্মদ হাফিজ।

অন্যদিকে, বাংলাদেশের সামগ্রিক ওয়ানডে ইতিহাসে এখনো সবচেয়ে বড় উদ্বোধনী জুটি তামিম ইকবাল ও লিটন দাসের। ২০২০ সালের মার্চে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তারা করেছিলেন ২৯২ রানের রেকর্ড পার্টনারশিপ, যা আজও কেউ ভাঙতে পারেনি।

ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট