Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় শ্রীলঙ্কা!

Sri Lanka wants to host a tri-nation series featuring Bangladesh and Pakistan!
শেষবার এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

আগামী মাসে মাঠে গড়ানোর কথা ছিল শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভেন্যু প্রস্তুত করতে টুর্নামেন্টটি স্থগিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এলসিএল)। তবে এই ফাকা সময়ে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় লঙ্কানরা।

সাধারণত জুলাই আগস্টের দিকে অনুষ্ঠিত হয়ে থাকে এলপিএল। তবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে বছরের শেষদিকে এলপিএল আয়োজনের পরিকল্পনা করেছিল লঙ্কান বোর্ড। তবে ভেন্যু প্রস্তুতের জন্য মাসখানেক আগে টুর্নামেন্ট স্থগিত করেছে বোর্ড।

তবে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওই ফাকা সময়টাতে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় শ্রীলঙ্কা। যেখানে বাংলাদেশ ও পাকিস্তানকে দেখা যেতে পারে। জানা গেছে, ইতোমধ্যে ত্রিদেশীয় সিরিজের জন্য বিসিবিকে প্রস্তাব দিয়েছে এসএলসি। তবে এখনো প্রস্তাবে সাড়া দেয়নি বিসিবি।



তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বোর্ডের এক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে দেশের একটি সংবাদমাধ্যম।

এদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছে বাংলাদেশ। মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা বিরাজ করছে। আগামীকাল (বৃহস্পতিবার) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ওয়েস্ট সিরিজ শেষে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। এই সিরিজে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের শেষের দিকে শেষ হবে এই সিরিজ। তবে বিপিএলের আগে কয়েকদিন ফাঁকা সময় পাবে বাংলাদেশ। এই সময়ে ত্রিদেশীয় সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে লিটন দাসের দল।

ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট