Connect with us
ক্রিকেট

সেমিফাইনালের শেষ চারে জায়গা পেতে তিন দলের লড়াই

ভারত নারী দল
সেমিফাইনালের লড়াইয়ে ভারত। ছবি: সংগৃহীত

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে তিন দল – অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাকি একটি জায়গা নিয়ে এখন লড়াই চলছে ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে।

আগামী বৃহস্পতিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি হতে যাচ্ছে এই তিন দলের ভাগ্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখার বিষয়, শেষ পর্বে কোন দলের সামনে কী কী সম্ভাবনা আছে-

ভারত – ৪ পয়েন্ট, নেট রানরেট +০.৫২৬



ভারতের সামনে সহজ হিসাব। বাকি দুই ম্যাচে (নিউজিল্যান্ড ও বাংলাদেশ) দুটোই জিততে পারলে তারা সরাসরি সেমিফাইনালে উঠবে। তবে বৃহস্পতিবার যদি ভারত নিউজিল্যান্ডকে হারায়, তাহলে শেষ ম্যাচে বাংলাদেশর কাছে হেরেও তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে।

কারণ, নিউজিল্যান্ডকে হারালে ভারতের মোট ছয় পয়েন্ট হবে, যা অন্য কোনো দল পেতে পারবে না তিন জয়ে। ফলে সরাসরি টাইব্রেকে সুবিধা পাবে ভারত।

তবে যদি ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে যায় কিন্তু বাংলাদেশকে হারায়, তাহলে তাদের আশা থাকবে ইংল্যান্ড যেন শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারায়।অন্যদিকে, দুটি ম্যাচেই হারলে ভারতের বিশ্বকাপ অভিযান এখানেই শেষ।

নিউজিল্যান্ড – ৪ পয়েন্ট, নেট রানরেট -০.২৪৫

নিউজিল্যান্ডের সমীকরণও স্পষ্ট। ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচই জিততে হবে। তাহলেই ৮ পয়েন্ট নিয়ে নিশ্চিত হবে সেমিফাইনাল।

কিন্তু যদি ভারতকে হারিয়ে ইংল্যান্ডের কাছে হারে, তাহলে নির্ভর করতে হবে অন্য দলের ওপর। তারা চাইবে, বাংলাদেশ যেন ভারতকে হারায় এবং নিজেদের নেট রানরেট যেন শ্রীলঙ্কার চেয়ে ভালো থাকে অথবা পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায়।

শ্রীলঙ্কা – ৪ পয়েন্ট, নেট রানরেট -১.০৩৫

শ্রীলঙ্কার সামনে কঠিন সমীকরণ। প্রথমত, পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটা জিততেই হবে।
এরপর তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে-ভারত যেন নিউজিল্যান্ড ও বাংলাদেশের কাছে দুটোই হারে, নিউজিল্যান্ড যেন ইংল্যান্ডের কাছেও হারে, এবং শেষে নিজেদের নেট রানরেট যেন কিউইদের চেয়ে ভালো হয়।

সব মিলিয়ে সেমিফাইনালের শেষ টিকিটের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক ম্যাচেই বদলে যেতে পারে পুরো সমীকরণ। বৃহস্পতিবারের ভারত-নিউজিল্যান্ড ম্যাচটাই এখন সবার নজরে রয়েছে। কারণ এই ম্যাচই সেমিফাইনালের শেষ চার কে হতে চলছে তা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট