Connect with us
ফুটবল

শন ডাইস নটিংহ্যাম ফরেস্টের নতুন কোচ

Sean Dyche (1)
শন ডাইস। ছবি- সংগৃহীত

চলতি মৌসুমে নটিংহ্যাম ফরেস্টের তৃতীয় কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বার্নলি ও এভারটনের সাবেক কোচ শন ডাইসকে। সাবেক কোচকে বরখাস্ত করার তিন দিনের মধ্যেই নতুন কোচ নিয়োগ দিয়েছে প্রিমিয়ার লিগের এই ক্লাবটি।

নটিংহ্যাম ফরেস্টের কোচের দায়িত্বে ছিলেন এনজ পোস্টেকোগ্লু। দায়িত্ব পাওয়ার মাত্র ৩৯ দিন পরই তাঁকে কোচের পদ থেকে বরখাস্ত করে ক্লাবটি। প্রিমিয়ার লিগে গত শনিবার চেলসির বিপক্ষে ৩-০ ব্যবধানে পরাজিত হয় নটিংহ্যাম ফরেস্ট। ম্যাচ শেষে মাত্র ১৭ মিনিটের মধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় পোস্টেকোগ্লুকে। এরপরই ৫৪ বছর বয়সী ইংলিশ কোচ শন ডাইসের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি করে নটিংহ্যাম ফরেস্ট।

পোস্টেকোগ্লুর অধীনে আট ম্যাচের মধ্যে একটিতেও জয়ের মুখ দেখেনি নটিংহ্যাম ফরেস্ট। এই সময়ে দলটি দুই ম্যাচে ড্র এবং ছয় ম্যাচে পরাজিত হয়েছে। পোস্টেকোগ্লুর আগে ক্লাবটির দায়িত্বে ছিলেন পর্তুগিজ কোচ নুনো ইস্পিরিতো সান্তো।



শন ডাইসের অধীনে আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগে ঘরের মাঠে পোর্তোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে নটিংহ্যাম ফরেস্ট। শন ডাইস দলে কী পরিবর্তন আনেন, সেটাই এখন দেখার বিষয়। আগামী রবিবার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মাঠে নতুন কোচের অধীনে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা।

গত মৌসুমে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ইউরোপীয় লিগে সপ্তম হয়ে জায়গা করে নেওয়া দলটি চলতি মৌসুমে ব্যর্থতায় ধুঁকছে। ইউরোপীয় লিগে আট ম্যাচে একটিতে জয় ও দুইটিতে ড্র নিয়ে বর্তমানে ১৮তম স্থানে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট।

ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল