
এশিয়ান যুব গেমসে দারুণ জয় পেল বাংলাদেশ পুরুষ কাবাডি দল। বাহরাইনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় গতকাল (সোমবার) শ্রীলঙ্কাকে ৫১-৪০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে পদকের দৌড়ে টিকে থাকলো লাল-সবুজরা।
পুরুষ বিভাগে সাতটি দেশ অংশ নিচ্ছে। প্রতিটি দল খেলছে ছয়টি করে ম্যাচ। সেখান থেকে শীর্ষ চারটি দল পাবে পদক জয়ের সুযোগ। বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইরানকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় দলটি। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে তারা।
তিন ম্যাচের মধ্যে দুইটিতে জয় পেয়ে বাংলাদেশ এখন ভালো অবস্থানে আছে। সামনের ম্যাচগুলোতেও এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ফাইনাল রাউন্ডে জায়গা করে নেওয়া সম্ভব। দলের অধিনায়ক জানিয়েছেন, প্রতিটি খেলোয়াড় এখন একটাই লক্ষ্য নিয়ে মাঠে নামছে দেশের জন্য পদক জেতা।
অন্যদিকে নারী দল এখনো জয়ের দেখা পায়নি। গতকাল ভারতের বিপক্ষে হারের পর আজ থাইল্যান্ডের কাছেও পরাজিত হয়েছে তারা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশ নারী দল ৩০-৩৮ পয়েন্টে হারে।
নারী কাবাডিতে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। এই ইভেন্টে শীর্ষ চার দলই পাবে পদকের সুযোগ। তাই আগামীকাল শ্রীলঙ্কাকে হারাতে পারলে বাংলাদেশ নারী দলও পদকের কাছাকাছি চলে যাবে।
পুরুষ দল আজ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচ জিততে পারলে তাদের শেষ চারে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে।
উল্লেখ্য, এবারের এশিয়ান যুব গেমসে বাংলাদেশ ১৩টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে। তবে কাবাডিই এখন পর্যন্ত সবচেয়ে সম্ভাবনাময় ইভেন্ট হিসেবে দেখা যাচ্ছে। দেশীয় ক্রীড়া হিসেবে কাবাডিতে ধারাবাহিক পারফরম্যান্স দেশের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/টিএ
