
আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে বেন ক্যারান ও টেইলরের ব্যাটে ভর করে আফগানিস্তানের বিপক্ষে লিড নিয়েছে জিম্বাবুয়ে।
এর আগে টসে জিতে আফগানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ের নেমে জিম্বাবুয়ের পেসারদের তোপের মুখে পড়ে আফগানরা।
গুরবাজের ৩৭ ও মালিকের ৩০ রানে ভর করে ৩৮ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় আফগানরা। জিম্বাবুয়ের হয়ে ৫ উইকেট শিকার করেন ব্রাড ইভান, ৩ উইকেট নিয়েছেন মুজারাবানি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে, দলীয় ৯ রানেই আউট হন বেনেট। এরপর বেন ক্যারান ও নিকের জুটিতে ভর করে বড় স্কোরের পথে আগায় জিম্বাবুয়ে।
দলীয় ১০৬ ও ব্যক্তিগত ৪৯ রানে নিক আউট হলেও ব্যক্তিগত হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বেন ক্যারান। ক্যারান- টেইলর জুটিতে ভর করে আফগানিস্তানের ১২৭ রানের লিড পেরিয়ে গেছে জিম্বাবুয়ে।
ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৫/এআই
