Connect with us
ক্রিকেট

রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ, তীরে এসে ডুবল তরী

Bangladesh vs Sr Lanka Women match
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারী দল। ছবি- ক্রিকইনফো

দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত জিততে পারল না বাংলাদেশ। চলতি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেওয়ার দ্বারপ্রান্তে ছিল টাইগ্রেসরা। তবে শেষ পর্যন্ত তীরে এসে ডুবল নিগার সুলতানা জ্যোতিদের তরী। শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ ম্যাচ হারল ৭ রানে।

আজ সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। যেখানে লঙ্কানদের দেয়া ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। তবে হ্যাটট্রিকসহ টানা চার উইকেট শিকার করে ম্যাচ নিজেদের করে নেন চামারি আথাপাথথু।

রান তাড়া করতে নেমে জ্যোতি খেলেছেন সর্বোচ্চ ৯৮ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস। তবে শেষ ওভারের প্রেসার নিতে পারেননি তিনিও। এর আগে ১০৩ বলে ৬৪ রান করা শারমিন আক্তার ফিরে গেছেন খেলার মাঝে চোট পেয়ে। ফলে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত আশা দেখিয়েছিলেন জ্যোতি ও স্বর্ণা আক্তার। কিন্তু জেতাতে পারেননি।



এদিন আগে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম ৩১ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান ছিল শ্রীলঙ্কা নারী দলের। তবে সেখান থেকে দারুণ বোলিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরবর্তী ১৭.৪ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নিয়েছে স্বর্ণা রাবেয়ারা। বোলিংয়ের মত ব্যাট হাতেও শুরুতে কিছু উইকেট হারিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিল বাংলাদেশ। তবে ফিনিশিং ভালো নি হওয়ায় সব কষ্ট হয়েছে মাটি।

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট