
গেল জুন-জুলাইয়ে মিয়ানমারের মাটিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুত করতে থাইল্যান্ডের বিপক্ষে দুটির প্রীতি ম্যাচ খেলতে দেশ ছাড়তে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামীকাল থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ নারী ফুটবল দল। যেখানে জয় বা পরাজয় নয়, কোচ পিটার বাটলারের লক্ষ্য এশিয়ান কাপের জন্য ভালো প্রস্তুতি। তাই পারফরম্যান্সের উন্নতিতেই চোখ তাঁর। যেখানে তিনি বাংলাদেশের (১০৪) তুলনায় ফিফা র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা হংকংয়ের (৫৩) বিপক্ষে ভালো লড়াই দেখতে চান মেয়েদের।
ম্যাচ দুটি সামনে রেখে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ২১ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। যদিও সেই ক্যাম্পে ছিলেন না ঋতুপর্ণা চাকমা-মারিয়া মান্দাসহ জাতীয় দলের ৯ ফুটবলার। ভুটানের লিগে ব্যস্ত ছিলেন তাঁরা। দলের সঙ্গে না থাকায় দ্রুত মানিয়ে নেয়া কঠিন হলেও তারা সেটা করতে পারবেন বলে আশাবাদী কোচ এবং দলের অধিনায়ক আফঈদা খন্দকার।
কাল দেশ ছাড়ার আগে আজ বাটলার বলেছেন, ‘হার বা জিতের মানসিকতা নয়। এই ধরনের ম্যাচ থেকে আসলে আমরা কী পেতে চাই, তা নিয়ে কখনো কখনো আমাদের বাস্তববাদী হতে হবে। আমি চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স। দেখতে চাই মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সেটা মেলে ধরছে। কেননা এটা সবার জন্য। এমনকি যে ভুটান থেকে যে নয়জন ফিরেছে, তাদের জন্যও এটা বড় পদক্ষেপ।’
ব্যাংককের চালের্ম ফ্রাকিয়াত ব্যাং মড স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৭ অক্টোবর। আগামী বছর মার্চে এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। তার আগে ঘরের মাঠে ভিয়েতনাম ও আজারবাইজানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে ঋতুপর্ণারা।
বাংলাদেশ দল—
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী মণ্ডল
ডিফেন্ডার: নবীরন খাতুন আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার,শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম
মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী
ফরোয়ার্ড: উমেহলা মারমা, শাহেদা আক্তার রিপা, মোসাম্মৎ সুলতানা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান শিখা।
ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৫/এফএএস
