Connect with us
ক্রিকেট

কুম্বলের ১০ উইকেট নেওয়া ম্যাচের পিচ মিরপুরের চেয়েও খারাপ ছিলো

মুশতাক আহমেদ
মুশতাক আহমেদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২০৭ রানের স্বল্প পুঁজি নিয়েও ৭৬ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় মিরপুরের উইকেট। কালো উইকেট আর স্লো বাউন্স নিয়ে হয়েছে অনেক আলোচনা- সমালোচনা। 

তবে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বললেন ভিন্ন কথা। তার মতে ১৯৯৯ সালে দিল্লি টেস্টে পাকিস্তানের বিপক্ষে অনিল কুম্বলের নেওয়ার ১০ উইকেটের ম্যাচে পিচ নাকি মিরপুরের এখনকার পিচের চেয়েও বেশি খারাপ ছিল।

মুশতাক বলেন, ‘আমার ক্যারিয়ারে অনেকবার এমন উইকেটে আমি খেলেছি। অনিল কুম্বলে যে ম্যাচে ইনিংসে ১০ উইকেট পেলেন দিল্লিতে, সেই উইকেট এর চেয়েও খারাপ ছিল।’



এমন উইকেটে নিজে খেললে ৭-৮টি করে উইকেট পেতেন কি না এমন প্রশ্নের জবাবে মুশতাক বলেন, ‘না, বিষয়টা এতটাও সহজ না। আমার কোচিং পয়েন্ট অব ভিউ হলো- বিশ্বাস রেখে নিজের প্রক্রিয়া অনুসরণ করে যাও। এমন পিচে কখনও তোমাকে কমফোর্ট জোন থেকে বের হতে হবে। রিশাদ দুর্দান্ত বল করেছে, ধারাবাহিকভাবে ভালো লাইন-লেন্থে বল করে গেছে। এখন সে লম্বা সময় ধরে ভালো বল করতে পারে। এটা অত্যন্ত আনন্দের।’

সিরিজের ২য় ওয়ানডে তে আগামীকাল (২১ অক্টোবর) ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট