Connect with us
ক্রিকেট

উইকেটকে দোষ না দিয়ে মানিয়ে নিয়েই জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ

West Indies vs Bangladesh series
মিরপুরে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ। ছবি- ক্রিকইনফো

বিভিন্ন সময় ম্যাচের পর বিভিন্ন দলকে শোনা যায় বাজে উইকেটের অজুহাত দিতে। যেমনটা মিরপুরের পিচ নিয়ে করলে হয়তো খুব একটা অস্বীকার করতে পারতো না কেউ। তবে উইকেটকে দোষ না দিয়ে নিজেদের ব্যর্থতাকে স্বীকার করল ওয়েস্ট ইন্ডিজ। উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েই জিততে চায় পরবর্তী ম্যাচ।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া মাত্র ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও ৭৪ রানে পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য ম্যাচের একটা পর্যায়ে মনে হচ্ছিল জয় সম্ভব নয় টাইগারদের। তবে একা হাতেই প্রতিপক্ষের ৬ উইকেট শিকার করে বাংলাদেশকে জিতিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন উইন্ডিজ ক্রিকেটার খারি পিয়েরে। তার মতে যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়াই প্রফেশনাল ক্রিকেটারদের দায়িত্ব, ‘আমি আগেই বলেছি, উইকেট স্পিন সহায়ক। তবে আমাদের যেকোনো উইকেটেই খেলতে হবে এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’



উইকেটের অজুহাত না দিয়ে তিনি বলেন, ‘তাই উইকেট নিয়ে বেশি কথা না বলে, আমাদের নিজেদের খেলার ওপর মনোযোগ দিতে হবে এবং সঠিক পরিকল্পনা নিয়ে খেলতে হবে। বাংলাদেশ ২০১১ সাল থেকে এখানে কোনো সিরিজ হারেনি। তাই আমাদের ব্যাটসম্যান এবং পুরো দলকে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ম্যাচ জেতার চেষ্টা করতে হবে।’

ভালো বোলিংয়ের মাধ্যমে টাইগার ব্যাটারদের চাপে রাখার পরিকল্পনা জানান তিনি, ‘হ্যাঁ, আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আমরা দলের কৌশল নিয়েও কথা বলেছি। আমি আগেই বলেছি, আমাদের মানিয়ে নিতে হবে এবং সঠিক জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের রান করা থেকে বিরত রাখতে হবে।’

একমাত্র জয়ের লক্ষ্যেই পরবর্তী দুই ম্যাচে মাঠে নামার কথা জানিয়েছেন পিয়েরে, ‘আমাদের জেতার জন্য যা যা করা দরকার, আমরা তা-ই করব। আমরা পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং পরের দুটি ম্যাচ জেতার জন্য মাঠে নামব। আমাদের মূল লক্ষ্য হলো, সঠিক জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রাখা।’

আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ২৩ অক্টোবর সিরিজের শেষ ওয়ানডে। আগামী ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনে উভয় দলের জন্য এটি গুরুত্বপূর্ণ সিরিজ। ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট