
রোববার গেটাফেকের বিপক্ষে জয় দিয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদ ফিরে এসেছে শীর্ষে। কিলিয়ান এমবাপ্পে শেষ মুহূর্তের একমাত্র গোল করে ১-০ ব্যবধানে নয়জন খেলোয়াড় নিয়ে লড়া গেটাফেকে হারিয়ে দিয়েছে।
ম্যাচে গোটা সময় গেটাফে রক্ষা করতে ব্যস্ত ছিল। কিন্তু খেলার ৭৭তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সংঘর্ষের কারণে লাল কার্ড পেলেন বদলি খেলোয়াড় অ্যালান নিয়ম। সংখ্যাগত সুবিধা পাওয়া রিয়াল আক্রমণে চেপে ধরে, আর তিন মিনিট পরই এমবাপ্পে গোল করেন। পরে আলেক্স সানক্রিসও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ আবারও লা লিগার শীর্ষে উঠে এসেছে। ম্যাচ চলাকালে খেলোয়াড়রা ১৫ সেকেন্ড স্থির থেকে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মিয়ামি ম্যাচের সিদ্ধান্তের বিরোধিতা জানায়।
দিনের অন্য ম্যাচগুলোয় এলচে ও অ্যাথলেটিক বিলবাও গোলশূন্য ড্র করেছে, সেল্তা ভিগো ও রিয়াল সোসিয়েদাদ ১-১ গোলে সমতায় শেষ করেছে, আর রায়ো ভায়েকানো লেভান্তেকে ৩-০ গোলে হারিয়েছে।
ইতালিতে এসি মিলান ২-১ গোলে ফিওরেন্তিনাকে হারিয়ে সিরি ‘আ’-তে শীর্ষে ফিরে এসেছে। রবিন গোসেন্সের গোলে পিছিয়ে পড়লেও রাফায়েল লেয়াওয়ের জোড়া গোল, যার মধ্যে শেষটি পেনাল্টি, মিলানকে জয় এনে দেয়।
কোমো ১৯৫২ সালের পর প্রথমবার জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে। মার্ক-অলিভার কেম্পফ ও নিকো পাজের গোলে তারা জুভেন্টাসকে ছাড়িয়ে সপ্তম স্থানে উঠে গেছে।
জার্মান বুন্দেসলিগায় ফ্রেইবুর্গ ২-২ ড্র করেছে ফ্রাঙ্কফুর্টের সঙ্গে। হফেনহাইম ৩-০ গোলে জিতেছে সেন্ট পাওলিতে। ফরাসি লিগ ওয়ানে মেটজ ৪-০ গোলে হেরেছে টুলুজের কাছে, আর লেন্স ২-১ গোলে প্যারিস এফসিকে হারিয়ে চতুর্থ স্থানে উঠেছে। লরিয়ঁ ও ব্রেস্টের ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়েছে।
ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৫/টিএ
