Connect with us
ক্রিকেট

পরাজয়ের দায় নিলেন স্মৃতি, এখন লক্ষ্য নিউজিল্যান্ড ম্যাচ

অধিনায়ক স্মৃতি মান্ধানা
অধিনায়ক স্মৃতি মান্ধানা। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হেরে গেছে ভারত নারী দল। ম্যাচ শেষে নিজেদের ব্যাটিং বিপর্যয়ের দায় নিজের কাঁধে নিয়েছেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। তাঁর ভাষায়, “ধসটা শুরু হয়েছিল আমার থেকেই।”

রোববার আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২৮৮ রানের টার্গেট তাড়া করছিল ভারত। তখনও হাতে ছিল সাত উইকেট, ওভারপ্রতি দরকার ছিল ছয় রান। ক্রিজে ছিলেন ফর্মে থাকা স্মৃতি মান্ধানা। কিন্তু ৬৯ রানে ব্যাট করতে থাকা এই বাঁহাতি ব্যাটার ডিপে অ্যালিস ক্যাপসির হাতে ধরা পড়েন। সেখান থেকেই বদলে যায় ম্যাচের চিত্র।

শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৪ রান। ক্রিজে ছিলেন আমনজ্যোত কৌর ও স্নেহ রানা। কিন্তু ইংল্যান্ডের বোলার লিনসি স্মিথ ঠাণ্ডা মাথায় শেষ ওভারটা সামলে নিয়ে নিশ্চিত করেন দলের জয়। এই জয়ে ইংল্যান্ড নিশ্চিত করেছে সেমিফাইনাল, আর ভারতকে এখন শেষ দুই ম্যাচেই জিততে হবে টিকে থাকার জন্য।



ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মান্ধানা বলেন, “সবাই দেখেছে, আমাদের ইনিংসে ব্যাটিং বিপর্যয় নেমেছিল। সবার শট নির্বাচনে ভুল ছিল, কিন্তু সেটা শুরু হয়েছিল আমার থেকেই। তখন ওভারপ্রতি মাত্র ছয় রান দরকার ছিল। আমাদের উচিত ছিল ম্যাচটা আরও গভীরে নিয়ে যাওয়া। আমি হারের দায় নিচ্ছি, কারণ পতনের শুরুটা আমার থেকেই।”

এই হারের পর ভারতের সামনে এখন বাকি দুটি ম্যাচে জেতার চ্যালেঞ্জ রয়েছে। পরের ম্যাচেই মুখোমুখি হবে নিউজিল্যান্ডের, যা ভারতের জন্য কোয়ার্টার ফাইনাল হতে যাচ্ছে।

মান্ধানা বলেন, “ক্রিকেটে কিছুই সহজ নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। টপ ফোরে যেতে হলে ওখানে আমাদের সেরাটা দিতে হবে। আমরা জানি কোথায় ভুল করেছি, কীভাবে আরও ভালো করা যেত। ভালো দিন-খারাপ দিন দুই-ই থাকবে, কিন্তু খারাপ দিনগুলোকে কীভাবে সামলে ওঠা যায়, সেটাই আসল ব্যাপার।”

ভারত এখন তাকিয়ে আছে বৃহস্পতিবারে নিউজিল্যান্ডের ম্যাচটির দিকে, যেখানে জিতলেই তাদের সেমিফাইনালের আশা বেঁচে থাকবে।

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট