Connect with us
ক্রিকেট

আয়ারল্যান্ড সিরিজেই টেস্ট অভিষেক হতে যাচ্ছে রিশাদের!

Rishad in Pakistan
রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

রিশাদ হোসেনের অলরাউন্ড পরিপূর্ণ আরো একবার দেখল ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের রীতিমতো হেরে যাওয়া ম্যাচ একাই জিতিয়েছেন এই লেগ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে অনন্য ছিলেন রিশাদ। জাতীয় দলের রঙিন জার্সিতে খেলা এই ক্রিকেটারের অভিষেক হয়ে যেতে পারে সাদা পোষাকের টেস্ট ক্রিকেটেও।

সিরিজে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের কণ্ঠে পাওয়া গেল তেমন বার্তা। টেস্ট ক্রিকেটে রিশাদ হোসেনের অন্তর্ভুক্তি দেখতে চান সাবেক এই পাকিস্তানি তারকা। তার মতে লাল বলে ক্রিকেট খেলতে পারেন এই লেগ স্পিনার। যা তাকে বোলিংয়ে উন্নতি করতে আরও সহায়তা করবে।

আজ সোমবার দ্বিতীয় ওয়ানডের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুশতাক বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত রিশাদ টেস্ট খেলতে পারে। সব দলেই শেষ চার ব্যাটার এখন ভালো ব্যাট করতে পারে। কিন্তু লেগ স্পিনারের বিপক্ষে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের ব্যাটাররাও শেষের দিকে সহজে টিকতে পারে না। রিশাদের উচ্চতা আর বাউন্স তাকে আরও কার্যকরী করে তোলে।’



রিশাদের বোলিং বৈচিত্র্য ও ধারাবাহিকতা নিয়েও মুশতাক বলেন, ‘রিশাদের মতো উচ্চতা ও বাউন্সসহ একজন লেগ স্পিনার, যিনি ভুল ডেলিভারি ভালোভাবে ব্যবহার করতে পারেন—তিনি খুব মারাত্মক হতে পারেন। শেষের ব্যাটসম্যানরা তার রং আর্ম পড়তে পারবে না। টেস্ট ক্রিকেটে সে খুব ভালো করতে পারবে, তবে জায়গাটা তাকে নিজের পারফরম্যান্স দিয়ে অর্জন করতে হবে।’

তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁকে কমই দেখা যায়। ২০১৮ সালে চারদিনের ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন মাত্র ২১টি ম্যাচ, নিয়েছেন ৩১টি উইকেট। কিন্তু মুশতাক জানান, রিশাদ টেস্ট খেলার জন্য প্রস্তুত হতে চান, ‘যদিও সে এখন টেস্ট দলের অংশ নয়, তবে তার তা হতে হবে। রিশাদ নিজেও চার দিনের ক্রিকেট খেলতে আগ্রহী। কারণ সে জানে, যত লাল বলের ক্রিকেট খেলবে, ততই তার বোলিং আরও উন্নত হবে।’

বর্তমানে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৩ বলে ২৬ রান নেওয়ার পাশাপাশি বল হাতে গুরুত্বপূর্ণ ৬ উইকেট শিকার করেন রিশাদ। ওয়ানডের পর উইন্ডিজদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এরপর আগামী মাস থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ।

যেখানে ঘরের মাঠে শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ১১ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে লাল বলের দুটি ম্যাচ। সব ঠিক থাকলে স্পিন কোচ মুশতাক আহমেদের চাওয়া অনুযায়ী টাইগারদের টেস্ট দলে ডাক পেয়ে যেতে পারেন রিশাদ হোসেন। তেমনটা হলে প্রথমবারের মতো সাদা পোশাকে অভিষেক ঘটে যেতে পারে এই তরুণ লেগ স্পিনারের।

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট