Connect with us
অন্যান্য

৪২ লাখের প্রতিযোগিতায় স্বর্ণজয়ী পাবে ২ হাজার টা’কা পুরস্কার

National Swimming Competition
সাঁতার। ছবি- সংগৃহীত

বাংলাদেশ সাঁতার ফেডারেশন কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ। সংস্থাটির নতুন অ্যাডহক কমিটি প্রথমবারের মতো আয়োজন করছে জাতীয় এই সাঁতার প্রতিযোগিতা। যার জন্য ফেডারেশন থেকে বাজেট ধরা হয়েছে প্রায় ৪২ লাখ টাকা। অথচ পুরস্কার হিসেবে স্বর্ণপদক জয়ী প্রতিযোগীদের দেয়া হবে মাত্র ২ হাজার টাকা।

আগামীকাল সোমবার জাতীয় সাঁতার কমপ্লেক্সে শুরু হবে চারদিনব্যাপী ৩৪তম জাতীয় সাঁতার। যেখানে রৌপ্যজয়ী সাঁতারু পাবেন এক হাজার টাকা। আর ব্রোঞ্জ পদকজয়ীকে দেওয়া হবে মাত্র ৫০০ টাকা। জাতীয় পর্যায়ের একটি প্রতিযোগিতার প্রাইজমানি অনেকের কাছে তামাশা মনে হলেও ফেডারেশন কর্তাদের দাবী, নিকট অতীতে যেখানে কোন অর্থ পুরস্কার দেওয়া হতো না, সেখানে এটাই অনেক।

প্রথম থেকে তৃতীয় হওয়া সাঁতারুদের জন্য অর্থ পুরস্কার হিসেবে বরাদ্দ করা হয়েছে মাত্র ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। কোন ইভেন্টে জাতীয় রেকর্ড হলে রেকর্ডধারীকে অবশ্য দেয়া হবে ৫ হাজার টাকা। এবার সাঁতারে নতুন বেশ কিছু ইভেন্ট যুক্ত করেছে ফেডারেশন। এছাড়া ডাইভিং ইভেন্টের সংখ্যাও বেড়েছে। সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো মিলিয়ে মোট ৪৯টি ইভেন্টে অনুষ্ঠিত হবে।



বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলছেন, ‘সাঁতারুদের অনুপ্রেরণা দিতে আমি প্রথম যখন সাধারণ সম্পাদক ছিলাম, তখন অর্থ পুরস্কারের প্রচলন করেছিলাম। মাঝে অবশ্য এটা বন্ধ হয়ে যায়। এবার ফের দায়িত্ব নিয়ে বয়সভিত্তিক সাঁতারে অর্থ পুরস্কার দেওয়া শুরু করি। বয়সভিত্তিক সাঁতারের মতো এবার সিনিয়র সাঁতারেও এটা দিচ্ছি।’

ফেডারেশনকে পৃষ্ঠপোষকতা করছে ম্যাক্স গ্রুপ। বড় অঙ্কের বাজেট থাকলেও অর্থ পুরস্কার কেন এত নগন্য জানতে চাইলে বাজেট ঘাটতির কথা জানান শাহীন, ‘আমাদের বাজেট সীমিত বলেই এই অর্থ পুরস্কার দিচ্ছি। অতীতের কমিটিগুলো তো দিতোই না। আমরা একটা শুরু করলাম। ভবিষ্যতে এটা চেষ্টা করবো বাড়ানোর। এত কম টাকা দিতে আমারো খুব একটা ভাল লাগছে না। অন্যান্য খাতে অনেক টাকা খরচ করতে হয়।’

এই আসরে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসারসহ মোট ৬৭টি দল অংশ নেবে। এর মধ্যে ৫১৬জন পুরুষ ও ৭৯জন নারী সাঁতারু। এছাড়া ১০৫ জন টিম অফিসিয়াল এবং ১২০জন মিট অফিসিয়াল অংশ নেবেন। আগামীকাল থেকে মিরপুরের জাতীয় সাঁতার কমপ্লেক্সে শুরু হবে এই জাতীয় প্রতিযোগিতা।

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য