Connect with us
ক্রিকেট

সিরিজের মাঝপথে ওয়ানডে একাদশে নাসুম

নাসুম আহমেদ । ছবি- সংগৃহীত

নাসুমকে একাদশে ফেরানোয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলের সদস্যসংখ্যা ১৭ জন। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নাসুমের একাদশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের জার্সি গায়ে নাসুমের অভিষেক হয় ২০২১ সালে। দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন অনেকবার। দলের হয়ে খেলেছেন ৬২টি ম্যাচ। ৬২ ম্যাচের মধ্যে ৪৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন মোট ৪৬টি উইকেট। ওয়ানডে ফরম্যাটে খেলেছেন ১৮টি ম্যাচ, ৪.৪৮ ইকোনমিতে নিয়েছেন ১৬টি উইকেট।

সিরিজের মাঝপথে নাসুমের যোগ হওয়া দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা করা যায়। নাসুম যোগ দেওয়ায় আরও শক্তিশালী হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন ইউনিট। নাসুমের সঙ্গে স্পিন ইউনিটে আছেন আরেক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দুই বাঁহাতি স্পিনারের সঙ্গে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও লেগ স্পিনার রিশাদ হোসেন।



এছাড়াও প্রয়োজনে স্পিনার হিসেবে ব্যবহার করা যেতে পারে সাইফ হাসান ও শামিম হোসেন পাটওয়ারীকে। অপরদিকে পেস আক্রমণে রয়েছে আগ্রাসী চার পেসার। পেস ইউনিটে রয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে টাইগাররা। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশম স্থানে। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারলে র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে আসবে মিরাজের দল। বাংলাদেশ ক্রিকেট দল যদি ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে সেরা নবমে উঠে আসতে পারে, তাহলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে।

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট