Connect with us
ক্রিকেট

প্রায় দেড় দশক পর ওয়ানডেতে এমন জয় পেল বাংলাদেশ

Bangladesh secured such a victory in ODIs after nearly a decade and a half.
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন পর ওয়ানডেতে জয়ের মুখ দেখল বাংলাদেশ। গতকাল (শনিবার) ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানে জয় পেয়েছে টাইগাররা। তাতে চলতি বছর ৯ ওয়ানডে খেলে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে মেহেদি হাসান মিরাজের দল। 

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০৭ রান তুলেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৩৩ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট। তাতে ৭৪ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় টাইগারদের।

এই জয়ের মধ্য দিয়ে এক কীর্তিও গড়েছে বাংলাদেশ। প্রায় দেড় দশক পর ওয়ানডেতে ২০১-রানের কম পুঁজি নিয়েও জয় পেয়েছে টাইগাররা। সবশেষ ২০১১ সালের ফেব্রুয়ারিতে ২১০-এর কম পুঁজি নিয়েও জয় পেয়েছিল লাল-সবুজের দল। জয়টি এসেছিল বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে এই মিরপুরেই।



আইরিশদের বিপক্ষে ওই ম্যাচে আগে ব্যাট করে ২০৫ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৭৮ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। তাতে ২৭ রানের ব্যবধানে জয় পায় লাল-সবুজের দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আর এমন জয় পায়নি বাংলাদেশ। এবার উইন্ডিজ সিরিজ দিয়ে নতুন করে এই কীর্তি গড়ল টাইগাররা।

অবশ্য ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়ের রেকর্ডটি নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০১০ সালে অক্টোবরে এই মিরপুরের মাটিতেই ১৭৪ রান ডিফেন্ড করে কিউইদের হারিয়েছিল টাইগাররা। বাংলাদেশের দেয়া ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭১ রানে গুটিয়ে যায় কিউইরা। তাতে ৩ রানের জয় পায় লাল-সবুজের দল।

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট