
জাতীয় দলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফ্রাঞ্চাইজি লিগের নজর কেড়েছেন সাইফ হাসান। এবার আবুধাবি টি-টেন লিগে দল পেলেন এই ডানহাতি ব্যাটার। একইসঙ্গে দল পেয়েছেন জাতীয় দলের এক্সপ্রেস পেসার নাহিদ রানা।
সাইফ হাসানকে দলে নিয়েছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আর নাহিদ রানা খেলবেন ভিস্তা রাইডার্সের হয়ে। সাইফের একটু পরেই ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
সবশেষ এশিয়া কাপে বাংলাদেশ দলের সেরা ক্রিকেটার ছিলেন সাইফ হাসান। এশিয়ার সর্বোচ্চ মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্ব ক্রিকেটের নজরে পড়েন এই ব্যাটার। এরপর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও দুর্দান্ত পারফর্ম করেন এই ব্যাটার। আর তাতেই ফ্রাঞ্চাইজি দলগুলোর নজরে চলে আসেন মারকুটে ব্যাটার।
অন্যদিকে নাহিদ অনেকদিন ধরেই জাতীয় দলে সেরা ছন্দে নেই। তবে গতি দিয়ে যেকোনো সময় নিজের সেরাটা দিতে সক্ষম এই পেসার। এর আগে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দল পেয়েছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত কোনো ম্যাচ না খেলেই ফিরতে হয়েছিল তাকে। এবার বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) নাহিদ এবং সাইফ দুজনকেই দেখা যেতে পারে টি-টেন লিগে।
আবুধাবি টি-টেন লিগের এবারের আসরে খেলবেন সাকিব আল হাসানও। ডাফটের আগেই তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে রয়্যাল চ্যাম্পস।
আগামী ১৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে আবুধাবি টি-টেন লিগের নবম আসর। এবারের আসরে ভিস্তা রাইডার্স, অ্যাসপিন স্ট্যালিয়ন্স, রয়্যাল চ্যাম্পস, আজমান টাইটানস ও কোয়েটা ক্যাভালরি ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন করে যুক্ত হয়েছে।
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৫/বিটি
