
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ভালো পুঁজি গটতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার পর টেনেটুনে দুইশ পেরিয়ে গুটিয়ে যায় টাইগাররা। স্বল্প পুঁজি ডিফেন্ড করতে নেমে শুরুটা আশানুরূপ না হলেও রিশাদ হোসেনের ঘূর্ণিতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।
রিশাদের আগুন ঝরানো বোলিংয়ে শতরান তুলতেই ৬ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ একাই ৫টি উইকেট তুলে নিয়েছেন। ওয়ানডেতে এটিই তার প্রথম ফাইফার। এছাড়া একটি উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।
স্বল্প রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান তুলে নেয় ক্যারিবিয়ানরা। এরপর ইনিংসের ১২তম ওভারে নিজের প্রথম স্পেলেই উইকেট তুলে নেন রিশাদ। দলের ৫১ রানে রিশাদকে উইকেট দিয়ে ফেরেন অ্যালিক অ্যাথেনজি। ৩৬ বলে ২৭ রান করে বিদায় নেন এই ওপেনার।
এরপর তিনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ক্যাসি কার্টি। তাকে ক্রিজে সেট হতে দেননি রিশাদ। ইনিংসের ২০তম ওভারে ফের আঘাত হানেন এই লেগি। রিশাদের ঘূর্ণিতে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন কার্টি। সাজঘরে ফেরার আগে ৩০ বলে মোকাবিলা করে ৯ রান করেন এই ব্যাটার।
কার্টি ফেরার পরেই শুরু হয়ে উইন্ডিজের ব্যাটিং বিপর্যয়। দলের ১০০ রানের মধ্যেই ৬টি উইকেট হারায় তারা। এর মধ্যে প্রথম ৫টি উইকেট তুলে নেন রিশাদ। পরের একটি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।
রিশাদের তৃতীয় শিকার ব্র্যান্ডন কিং। দারুণ খেলতে থাকা এই ওপেনার ৬০ বলে ৪৪ রান করে বিদায় নেন। তার চতুর্থ শিকার শেরফান রাদারফোর্ড। ছন্দে থাকা এই মারকুটে ব্যাটার ৩ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি। এরপর রস্টন চেজকে তার পঞ্চম শিকা বানিয়ে ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নেন এই লেগি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০০ রান। জয়ের জন্য তাদের দরকার ১৩১ বলে ১০৮ রান। ক্রিজে আছেন শাই হোপ ও জাস্টিন গ্রিবস।
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৫/বিটি
