
আফগানিস্তান সিরিজের হতাশা কাটিয়ে ঘরের মাঠে ওয়েস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। আজ (শনিবার) সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে নেমে সেই হতশ্রী ব্যাটিং প্রদর্শন করল টাইগাররা। ব্যাটাদের ব্যাটারদের ব্যর্থতার পর টেনেটুনে দুইশ রান তুলে থেমেছে লাল-সবুজের দল।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান তুলেছে বাংলাদেশ। দলের পক্ষে একটি মাত্র ফিফটি এসেছে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। এছাড়া ৪৬ রান আসে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে।
এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ৮ রানেই দুই ওপেনারকে হারায় টাইগাররা। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রোমারিও শেফার্ডের বলে এলবিডব্লিউর শিকার হয়ে ৩ রানে ফেরেন সাইফ হাসান। অনেকদিন পর দলে ফিরে রাঙাতে পারেননি সৌম্য সরকারও। পরের ওভারেই রস্টন চেজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এই অভিজ্ঞ ওপেনার।
শুরুতে দুই ওপেনারকে হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় মিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে শান্ত ক্রিজে অনেক্ক্ষণ সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। দলের ৭৯ রানের মাথায় শান্তকে ফিরিয়ে ৭১ রানের জুটি ভেঙে দেন খ্যারি পিয়েরে। ৬৩ বলে ৩ চারের মারে ৩২ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
শতরানের আগেই তৃতীয় উইকেট হারিয়ে ফের চাপে পড়ে বাংলাদেশ। এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গ দিতে আসেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। এই জুটিতে শতরান পেরোয় বাংলাদেশ। হৃদয়ও পৌঁছে যান তার ওয়ানডে ক্যারিয়ারের ১১তম হাফ-সেঞ্চুরিতে। উইন্ডিজের বিপক্ষে এটিই তার প্রথম হাফ-সেঞ্চুরি। তবে ফিফটি তুলেই বিদায় নেন হৃদয়। জাস্টিন গ্রিবসের ববলে উইকেটের পেছনে শাই হোপকে ক্যাচ দিয়ে ফেরেন এই তারকা। সাজঘরে ফেরার আগে ৯০ বলে ৩ চারের মারে ৫১ রান তুলেন এই মিডল অর্ডার ব্যাটার।
এরপর মিরাজকে নিয়ে আরও ৪৩ রান যোগ করেন অঙ্কন। দলের ১৫৮ রানে বিদায় নেন মিরাজ। তার ব্যাট থেকে আসে ২৭ বলে ১৭ রান। কিছুক্ষণ পরেই মিরাজের পথে হাঁটেন অঙ্কন। অল্পের জন্য অভিষেক ফিফটি মিস করেন এই ব্যাটার। ৭৬ বলে ৩ চারের মারে ৪৬ রান করে ফেরেন এই ব্যাটার।
পরবর্তীতে রিশাদ হোসেনের ১৩ বলে ১ চার ও ২ ছক্কার মারে ২৬ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে দুইশ পেরোয় বাংলাদেশ। উইন্ডিজের পক্ষে ৩টি উইকেট শিকার করেন জ্যাডেন সিলস। ২টি করে উইকেট নেন জাস্টিন গ্রিবস ও রস্টন চেজ। এছাড়া একটি করে উইকেটের দেখা পান খ্যারি পিয়ের ও রোমারিও শেফার্ড।
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৫/বিটি
