Connect with us
ক্রিকেট

দর্শকশূন্য মিরপুরের গ্যালারি, ফিফটি হাঁকালেন হৃদয়

Hridoy Mirpur
৯০ বলে ৫১ রান করেছেন হৃদয়, মিরপুরের গ্যালারিতে নেই দর্শক। ছবি- সংগৃহীত

নিজেদের প্রিয় ফরম্যাচ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আশা করছে। নতুনভাবে নিজেদের অভিযান শুরু করতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে টাইগাররা। কিন্তু বাংলাদেশের ম্যাচেও একেবারেই খাঁ খাঁ করছে মিরপুর স্টেডিয়ামের গ্যালারি।

শনিবার (১৮ অক্টোবর) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিং করছে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে দর্শকের কোনো আনাগোনা নেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে বাংলাদেশ। অঙ্কন ৩৪ ও মিরাজ ৪ রানে ক্রিজে আছেন।

 BD

ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেছিলেন দুই অধিনায়ক।

এই সিরিজ দিয়ে প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হলো। তরুণ উইকেটরক্ষক-ব‍্যাটারকে ক‍্যাপ পরিয়ে দিয়েছেন সাইফ হাসান। এ ছাড়া দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার।



ইনিংসের প্রথম ওভারেই বাউন্ডারিসহ ৭ রান তুলেছিল বাংলাদেশ। তবে পরের ওভারেই লেগ বিফোরের ফাঁদে পড়েন সাইফ হাসান। ইনফর্ম এই ওপেনার ৬ বলে ৩ রানের বেশি করতে পারেননি। পরের ওভারেই ফিরেছেন সৌম্য সরকারও। তার ব্যাট থেকে এক চারে ৬ বলে এসেছে ৪ রান।

Shanto

বড় জুটি গড়ার পথে ৩২ রানে ফেরেন শান্ত।

৮ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৭১ রান। ৩২ রান করে শান্ত ফিরলে ভাঙে সেই জুটি। শান্ত ফিরলেও ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন তাওহিদ হৃদয়। ৯০ বলে ৫১ রান করে ফেরেন তিনি।

ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট