
কে বলে নারীদের ক্রিকেটের চার-ছক্কার বন্যা বয় না পুরুষদের মত? নারীরাও তো জানে প্রতিপক্ষকে লণ্ডভণ্ড করা টর্নেডো ইনিংস খেলতে। তেমনি এক ঝড়ো ইনিংস খেলে বিশ্ব রেকর্ড করলেন ভারতীয় ব্যাটার। দেশটির সিনিয়র উইমেনস টি-টোয়েন্টি ট্রফিতে কিরান নাভগিরে ৩৪ বলে করেছেন সেঞ্চুরি। যা নারীদের টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম।
গতকাল শুক্রবার সিনিয়র উইমেনস টি-টোয়েন্টি ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষে মহারাষ্ট্রের ওপেনার কিরান নাভগিরে খেলেছেন এই ইতিহাস গড়া ইনিংস। নাগপুরে এদিন ১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একাই ৩৫ বলে অপরাজিত ১০৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছান কিরান।
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার রাতে কিরান তার ইনিংসটি সাজিয়েছেন ৭ ছক্কা ও ১৪টি চারে। কিরানের তাণ্ডবে ৮ ওভারেই ৯ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় মহারাষ্ট্র। দলের ৯৪ শতাংশ রান করেছেন কিরান একাই। তার স্ট্রাইকরেট ৩০২.৮৬। নারী টি-টোয়েন্টির ইতিহাসে সেঞ্চুরি করা ইনিংসে এটিই প্রথম ৩০০’র ওপর স্ট্রাইকরেটের ঘটনা।
এর আগে নারী ক্রিকেটের টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের। ২০২১ সালে ঘরোয়া প্রতিযোগিতায় ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার তাকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিলেন ৩১ বছর বয়সী ভারতীয় ব্যাটার কিরান নাভগিরে।
২০২২ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে অভিষেক হয় কিরানের। এর আগে দেশটির ঘরোয়া টুর্নামেন্ট উইমেনস টি-টোয়েন্টি ট্রফি দিয়েই সেই বছর নজর কাড়েন কিরান। ওই আসরে ৩৫টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। প্রতিযোগিতাটির ইতিহাসে এক আসরে যা ছিল সর্বোচ্চ ছক্কার ইনিংস।
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৫/এফএএস
