Connect with us
ক্রিকেট

সাইফের ব্যাটে সেঞ্চুরি দেখার অপেক্ষায় প্রধান কোচ সিমন্স

Head coach Simmons eager to see a century from Saif’s bat.
সাইফের কাছে সেঞ্চুরির প্রত্যাশা ফিল সিমন্সের। ছবি- সংগৃহীত

সবশেষ এশিয়া কাপ দিয়ে বাংলাদেশ দলে এক আশির্বাদ রূপে আবির্ভূত হয়েছেন সাইফ হাসান। এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজেও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি। বিশেষ করে টি-টোয়েন্টিতে তার মারকুটে ব্যাটিং মনজয় করেছে সকলের। এবার ঘরের মাঠে ওয়ানডে সিরিজেও তার ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ। 

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এই ফরম্যাটে অভিষেক হয়েছে সাইফের। যদিও অভিষেক সিরিজটা খুব ভালো কাটেনি সাইফের। সিরিজের তিনটি ওয়ানডেতেই ক্রিজে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার। শেষ ওয়ানডেতে সুযোগ ছিল প্রথম ফিফটি তুলে নেওয়ার। তবে চল্লিশের ঘরে কাটা পড়েন তিনি।

তবে শুধু ব্যাটিং নয়, বল হাতেও পারদর্শী সাইফ। বল হাতে কার্যকরী ব্রেকথ্রু এনে দিতে সক্ষম এই স্পিনার। তাই সাইফকে এক বিষ্ময়কর প্যাকেজ হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।



ওয়ানডে দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে এই ক্যারিবিয়ান বলেন, ‘সাইফ অবশ্যই আমাদের জন্য একটি সারপ্রাইজ প্যাকেজ। কারণ আমি আশা করিনি যে সে জাতীয় দলে এসেও বল হাতে এতটা ভালো করবে। কিন্তু তার ব্যাটিং সম্পর্কে আমার আগে থেকেই ধারণা ছিল। আমি আগেও দেখেছি এবং এখন এসে সে দেখিয়েছে যে সে কী করতে পারে। এটা দারুণ। আপনি বলতে পারেন এটা আমাদের জন্য একটা সারপ্রাইজ প্যাকেজ।’

ওয়ানডে সিরিজে দারুণ শুরু পেয়েও ইনিংসগুলো বড় রানে পরিনত করতে পারেননি সাইফ। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাইফের কাছে সেঞ্চুরির প্রত্যাশা সিমন্সের, ‘সাইফের সম্পর্কে আমরা আগে থেকেই জানতাম। সে যখন সুযোগ পেয়েছে তখন তা কাজে লাগিয়েছে। এটা আমাদের জন্য দারুণ। সে প্রতিটা ম্যাচে ভালো পারফর্ম করে যাচ্ছে। আমি পরবর্তীতে তার ব্যাটে প্রথম ওয়ানডে সেঞ্চুরি দেখতে চাই।’

আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) মাঠে গড়াবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটিম। একই ভেন্যুতে ২১ ও ২৩ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট