
আফগানিস্তান সিরিজ শেষ হতে না হতেই আগামীকাল থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে সিরিজ। সেই উপলক্ষে আজ ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় ট্রফি উন্মোচন। এতে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক।
দেশের প্রাচীন স্থাপত্য আর উচ্ছ্বাসে ভরপুর পরিবেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ওয়ানডে সিরিজের ট্রফি।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানায় যে, এই আয়োজনের লক্ষ্য শুধু ক্রিকেট নয়, বরং দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের সৌন্দর্যও তুলে ধরা। এটি বিসিবির ‘ক্রিকেট ট্যুরিজম উদ্যোগ’-এর একটি অংশ, যা আয়োজিত হয়েছে বাংলাদেশ পর্যটন বোর্ডের সহযোগিতায়।এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শনিবার (১৯ অক্টোবর) শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর থাকছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যেই ক্যারিবীয় দল ঢাকায় পৌঁছেছে। ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ইতিমধ্যে দল ঘোষণা করেছে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/টিএ
