Connect with us
ফুটবল

ইনজুরিতে ভুগছেন নেইমার, চুক্তি নবায়ন স্থগিত রাখল সান্তোস

নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস এফসি আপাতত তারকা খেলোয়াড় নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা স্থগিত করেছে। ইনজুরি আর ভারী বেতনের চাপ নিয়ে ক্লাবের উদ্বেগ বাড়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইএসপিএন।

৩৩ বছর বয়সী নেইমার এই মৌসুমে বারবার চোটে পড়েছেন। জানুয়ারিতে আল-হিলাল থেকে ছোটবেলার ক্লাবে ফেরার সময় সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক বেশি, কিন্তু বাস্তবে তা মিলছে না। এখন পর্যন্ত তিনি খেলেছেন মাত্র ২১টি ম্যাচ, গোল করেছেন ৬টি, অ্যাসিস্ট করেছেন ৩টি।

এদিকে গত ১৯ সেপ্টেম্বর ডান উরুর পেশিতে চোট পেয়ে মাঠের বাইরে আছেন নেইমার। চিকিৎসকরা বলছেন, নভেম্বরের আগে তার ফেরার সম্ভাবনা খুবই কম। সান্তোস জানায়, ক্লাব ও নেইমারের সম্পর্ক ভালো আছে, তবে তিনি পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না।



বর্তমানে সান্তোস সিরি-এ লিগে অবনমন এড়াতে লড়ছে। ক্লাবের অগ্রাধিকার এখন মাঠের ফলাফল ও আর্থিক স্থিতি ধরে রাখা। নেইমারের বর্তমান চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বহাল আছে, তবে জুনে করা স্বল্পমেয়াদি নবায়ন চুক্তি নিয়ে এখন পুনর্বিবেচনা চলছে।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় নেইমার। কিন্তু নিয়মিত না খেলায় তার বেতন এখন সান্তোসের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবু তার উপস্থিতি ক্লাবের জন্য বাণিজ্যিকভাবে লাভজনক ছিল-জার্সি বিক্রি বেড়েছে, দর্শক এসেছে বেশি, আন্তর্জাতিক আগ্রহও ছিল অনেক বেশি। কিন্তু সাম্প্রতিক সময়ে ইনজুরি আর খারাপ ফর্ম সেই উত্তেজনা অনেকটাই কমিয়ে দিয়েছে।

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল