Connect with us
ক্রিকেট

ওয়ানডেতে রোহিত কোহলির অনেক কিছু দেওয়ার আছে: রবি শাস্ত্রী

রোহিত শর্মা ও বিরাট কোহলি
রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা এখন শুধু ওয়ানডে ক্রিকেট খেলছেন। অনেকের ধারণা, ২০২৭ সালের বিশ্বকাপে হয়তো তাদের দেখা যাবে না। তবে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী তা মানছেন না। তাঁর মতে, এই দুই তারকার এখনও ওয়ানডে দলে অনেক অবদান রাখার সুযোগ আছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৯ অক্টোবর। টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর এই সিরিজ দিয়েই দলে ফিরছেন রোহিত ও কোহলি। ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, “কোহলি এখনো দারুণভাবে রান তাড়া করতে পারে। রোহিত ওপেনিংয়ে যেমন আক্রমণাত্মক, তেমনি অভিজ্ঞ। দুজনেরই বিশ্বাস, তাদের মধ্যে এখনও ভালো ক্রিকেট খেলার সুযোগ আছে।”

২০২৭ সালের বিশ্বকাপ নিয়ে প্রশ্ন উঠলেও শাস্ত্রী মনে করেন, এত দূরের কথা এখন ভাবার সময় নয়। তিনি বলেন, “সবকিছু নির্ভর করে তাদের রানের ক্ষুধা, ফিটনেস আর খেলার প্রতি আগ্রহের ওপর। যতদিন এগুলো থাকবে, তারা দলের জন্য গুরুত্বপূর্ণ। আমি বলব, সিরিজ ধরে ধরে এগিয়ে যাক। সময় অনেক আছে। যদি মনে হয় খেলা উপভোগ করছে না বা ফর্ম ঠিক নেই, তাহলে তারা নিজেরাই সরে দাঁড়াতে পারবে।”



রোহিত ও কোহলি ইতিমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাদের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চললেও বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজই তাদের শেষ হবে-এই খবর সত্য নয়।

আসন্ন সিরিজে এই দুই তারকার পারফরম্যান্সই এখন বড় প্রশ্ন। সেটিই ঠিক করে দেবে, তারা ভারতের ২০২৭ বিশ্বকাপ পরিকল্পনায় কতটা জায়গা ধরে রাখতে পারবেন।

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট