Connect with us
ফুটবল

রুদ্ধশ্বাস জয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ফুটবল দল
গোলের পর আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ফুটবল দল। ছবি: সংগৃহীত

চিলির সান্তিয়াগোয় অনুষ্ঠিত অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ে দলটি সপ্তমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেল। ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ রক্ষণাত্মক খেলে, তাই গোলের সুযোগ তৈরি হলেও কেউ কাজে লাগাতে পারেনি। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দল দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়াতে কোচ দিয়েগো প্লাসেন্তে রক্ষণভাগ থেকে এক ডিফেন্ডার তুলে নিয়ে আক্রমণভাগে পরিবর্তন আনেন। সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত ভালো ভাবেই কাজে দেয়।



৭১ মিনিটে ইন্টার মায়ামির তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এই একমাত্র গোলেই জয় পায় আর্জেন্টিনা।

৭৮ মিনিটে কলম্বিয়ার জন রেনতেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে কলম্বিয়া নেমে আসে ১০ জনে। এরপরও তারা লড়াই চালিয়ে গেলেও আর্জেন্টিনার ডিফেন্স ও গোলরক্ষক সান্তিনো বারবির অসাধারণ নৈপুণ্যের কারণে গোলের দেখা পায়নি।

শেষ দিকে আর্জেন্টিনার আলেখো সারকো ও জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। তাই সিলভেত্তির একমাত্র গোলই ছিল ম্যাচের পার্থক্য। নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর রবিবার মরক্কোর বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তরুণ আর্জেন্টাইনরা। জয় পেলে তারা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়বে।

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল