Connect with us
ক্রিকেট

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানের জয় হাতছাড়া

পাকিস্তান নারী ক্রিকেট দল
পাকিস্তান নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

নারীদের ওয়ানডেতে ইংল্যান্ডকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। কলম্বোয় আজ সেই রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ পেয়েও শেষ পর্যন্ত হতাশায় ভেসেছে ফাতিমা সানার দল। বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, ফলে দুই দলকেই নিতে হয় সমান ১ পয়েন্ট।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬.৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩৪ রান, কোনো উইকেট না হারিয়ে। ওপেনার মুনিবা আলী ২২ বলে ৯ রান এবং ওমাইমা সোহেইল ১৮ বলে ১৯ রান করে খেলছিলেন। কিন্তু তখনই আবার নেমে আসে বৃষ্টি, পরবর্তীতে খেলা আর মাঠে গড়ায়নি।

এই ফলের পর এবারের নারী বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল পাকিস্তান। ৪ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তারা আছে আট দলের মধ্যে সর্বনিম্ন স্থানে। অপরদিকে ইংল্যান্ডের জন্য এই একটি পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে, সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া।



দিনের শুরুটা অবশ্য দুর্দান্ত ছিল পাকিস্তানের বোলারদের জন্য। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ৭৮ রানে হারায় ৭ উইকেট। পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা অসাধারণ বোলিং করে ২৭ রানে নেন ৪ উইকেট। তাঁদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশরা একপর্যায়ে চাপে পড়ে যায়।

তবে শেষ দিকে ইনিংসটা টেনে তোলেন ইংল্যান্ডের লোয়ার অর্ডার। আট নম্বরে নেমে চার্লি ডিন করেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান। শেষ ৬ ওভারে ৫৪ রান যোগ করে ৩১ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান তোলে ইংল্যান্ড।

ডিএলএস পদ্ধতিতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১১১ রান। ব্যাটাররা ভালো শুরু করলেও বৃষ্টি থামেনি, আর ম্যাচ শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এই ম্যাচসহ এবারের নারী বিশ্বকাপে তিনটি ম্যাচ পরিত্যক্ত হলো। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল কলম্বোয়। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচগুলো এখন টুর্নামেন্টের পয়েন্ট টেবিলেও প্রভাব ফেলছে।

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট