
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলো আরও দুই দল। এশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্ব থেকে মূল পর্বের টিকিট চূড়ান্ত করেছে নেপাল ও ওমান। এ নিয়ে মোট ১৯ দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল। বাকি রইল আর ১ দল।
আজ (বুধবার) এশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। তবে এই ম্যাচ শুরুর আগেই মূল পর্বে জায়গা নিশ্চিত হয় দলগুলোর। এই ম্যাচের আগে বিকালে সামোয়ার মুখোমুখি হয়ে আরব আমিরাত। সামোয়ার বিপক্ষে আমিরাতের ৭৭ রানের জয়েই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চির হয় নেপালের।
বাছাইয়ের সুপার সিক্সে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওমান। সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে থেকে দুইয়ে অবস্থান করছে নেপাল। দুটো দলই তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।
বাছাইপর্বে এই অঞ্চল থেকে মোট তিনটি দল মূল পর্বের টিকিট পাবে। ইতোমধ্যে জায়গা নিশ্চিত হয়েছে দুই দলের। সবশেষ দল হিসেবে টিকিট পাওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছে আরব আমিরাত। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্ট তাদের। অবশ্য দৌড়ে টিকে আছে জাপান ও কাতারও। তবে তাদের সম্ভাবণা খুবই ক্ষীণ। ৪ ম্যাচে দুই দলেরই সমান ২ পয়েন্ট।
সুপার সিক্সে আগামীকাল (বৃহস্পতিবার) জাপানের মুখোমুখি হবে আরব আমিরাত। এই ম্যাচে জাপানকে হারাতে পারলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত হবে আরব আমিরাতের। অন্যদিকে জাপানকে কোয়ালিফাই করতে হলে নিজেদের শেষ দুই ম্যাচে আরব আমিরাত এবং ওমানকে হারাতে হবে।
অন্যদিকে কাতারের সামনে বেশ কঠিন সমীকরণ। শেষ ম্যাচে কাতারের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেতে হবে তাদেরকে। একইসঙ্গে জাপান, আরব আমিরাত ও ওমানের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। এছাড়া সামোয়া সুপার সিক্সে প্রথম ৩ ম্যাচে হেরে ইতোমধ্যে মূল পর্বের দৌড় থেকে ছিটকে গেছে।
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা।
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/বিটি
