Connect with us
ক্রিকেট

জরিমানা গুনলেন ব্যাট ছুড়ে মারা আফগান ক্রিকেটার

Afghan cricketer fined for throwing his bat
আইসিসি থেকে শাস্তি পেয়েছেন ইব্রাহিম জাদরান। ছবি- আইসিসি

ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের প্রতিশোধ নিয়েছে আফগানিস্তান। টাইগারদেরকে তাদের পছন্দের ফরম্যাটে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। তবে হোয়াইটওয়াশের আনন্দের মাঝেই দুঃসংবাদ পেলেন আফগানিস্তানের তারকা ব্যাটার ইব্রাহিম জাদরান। ব্যাট ছুড়ে মেরে আইসিসি থেকে শাস্তি পেয়েছেন এই ওপেনার। 

গতকাল (মঙ্গলবার) সিরিজের শেষ ওয়ানডেতে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন জাদরান। সেঞ্চুরির এত কাছে গিয়েও রানআউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। আর তাতেই মেজাজ হারিয়ে বসেন এই আফগান ওপেনার। মাঠ থেকে বেরিয়ে ড্রেসিংরুমে ফেরার পথে শুরুতে ব্যাটে ঘুষি দেন তিনি। এরপর ডাগআউটের সামনে জোরের সঙ্গে ব্যাট ছুঁড়ে মারেন। এমনকি ডাগআউটে থাকা চেয়ারেও লাথি মারেন জাদরান।

এমন আচরণের কারণে তাকে শাস্তি দিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আচরণবিধির লেভেল-১ ভাঙার দায়ে তাকে তিরস্কার করেছে আইসিসি। একইসঙ্গে ম্যাচ ফি’র ১৫ শতাশং কেটে নেওয়া হয়েছে তাঁর এবং নামের পাশে যোগ হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট।



অবশ্য আগের ম্যাচেও সেঞ্চুরির কাছে গিয়ে আউট হয়ে যান জাদরান। দ্বিতীয় ওয়ানডেতেও ৯৫ রানে আউট হন তিনি। সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থেকে ছক্কা মেরে সেঞ্চুরি তুলতে গিয়ে লং অনে বাউন্ডারিতে ধরা পড়েন এই ব্যাটার। তবে তৃতীয় ম্যাচে শিকার হন রানআউটের। তবে এবার আর মেজাজ ধরে রাখতে পারেননি এই তারকা।

জাদরানের সেঞ্চুরি মিসের আক্ষেপ থাকলেও সিরিজের শেষ ম্যাচটি হেসেখেলেই জিতেছে আফগানিস্তান। আগে ব্যাট করতে নেমে ২৯৩ রানের বিশাল পুঁজি পায় আফগানরা। জবাবে খেলতে নেমে শতরানও তুলতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানের বোলিং দাপটে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় টাইগাররা। তাতে ২০০ রানের বিশাল ব্যবধান জয় পায় দলটি।

ওয়ানডেতে বাংলাদেশকে হোয়াইটওয়াশের পর সিরিজ সেরার পুরস্কার জিতেছেন জাদরান। ৩ ম্যাচে ২১৩ রান করেন এই ওপেনার।

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট