
ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে শুরুটা প্রত্যাশিত হয়নি হামজা চৌধুরীর। ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে হামজার দুর্দান্ত গোলের ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। শেষ মুহূর্তে গোলের হার নিয়ে হতাশায় ভেঙে পড়েন লেস্টার সিটির এই ফুটবলার। তবে ফিরতি ম্যাচে হংকংয়ের মাঠে দারুণ এক ড্রতে হাসি ফুটে হামজার মুখে।
হংকংয়ের মাঠে গিয়ে বাংলাদেশের এক পয়েন্ট অর্জন করাটা মোটেও সামান্য বিষয় নেই। আর এই ড্রয়ের অর্জন নিয়েই ফের ক্লাবে ফিরতে পেরেছেন এই তারকা।
হামজার পারফরম্যান্স নিয়ে খুশি তার ক্লাবও। হংকং ম্যাচে ড্রয়ের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছে ক্লাবটি। যেখানে তারা লিখেছে, ‘মাঠে তৎপর হামজা।’

হামজাকে নিয়ে লেস্টার সিটির ফেসবুক পোস্ট। ছবি- ফেসবুক/লেস্টার
বর্তমানে দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা। তার কাছে অনেক প্রত্যাশা সমর্থকদের। ইংল্যান্ড থেকে লম্বা পথ পাড়ি দিয়ে দেশের জন্য খেলতে এসে নিজের সামর্থ্যের সবটাই বিলিয়ে দিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার পারফরম্যান্সে খুশি দেশের সমর্থকেরাও।
ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত ছিলেন হামজা। রক্ষণে বল ক্লিয়ারেন্স, মিডফিল্ড দাপিয়ে বেড়ানো কিংবা গোল করা—সবজায়গাতেই ছিল হামজার আধিপত্য। জাতীয় স্টেডিয়ামে ফ্রি কি থেকে দুর্দান্ত এক গোল করে দলকে দারুণ এক শুরু এনে দিয়েছিলেন তিনি। পুরো ম্যাচে তার পারফরম্যান্সে কোনো কমতি ছিল না। তবে শেষ মুহুর্তে সমতা ফিরিয়েও কয়েক সেকেন্ডের ব্যবধানে হারের মুখ দেখতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের।
তবে ফিরতি ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করে বাংলাদেশ। হংকংয়ের প্রায় অর্ধলক্ষ দর্শকের সামনে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট ছিনিয়ে আনে লাল-সবুজের দল। গতকালের ম্যাচেও দুর্দান্ত ছিলেন এই ইংল্যান্ড প্রবাসী। জাতীয় স্টেডিয়ামের হতাশা কাটিয়ে ড্রয়ের পর হাসিমুখে শেষটা করলেন এই তারকা।
জাতীয় দলের ডিউটি শেষে ফের ক্লাবের খেলায় ফিরবেন হামজা। সেই লক্ষ্যে হংকং থেকেই ইংল্যান্ডের বিমান ধরেছেন তিনি। আগামী রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে লেস্টার সিটির জার্সিতে খেলতে নামবেন তিনি। চ্যাম্পিয়নশিপের ম্যাচে ঘরের মাঠে পর্সমাউথের মুখোমুখি হবে তার দল।
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/বিটি
