Connect with us
ক্রিকেট

অনলাইনে পাওয়া যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকিট

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ছবি: সংগৃহীত

গতকাল শেষ হলো আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এই লজ্জাজনক হারের ক্ষত শুকানোরও যথেষ্ট সময় পাচ্ছে না টাইগাররা। কেননা তিন দিন পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাচ্ছে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি।

তবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ(বুধবার) সকাল থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট।

সর্বনিম্ন ৩০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। ৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিট। তাছাড়া দুটি ক্লাব হাউস গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৮০০ টাকা করে। দুটি ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১৫০০ টাকা আর সবচেয়ে ভিআইপি গ্র‍্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২৫০০ টাকা করে।



টিকিট কেনার জন্য দর্শকেরা চাইলে অনলাইনে https://www.gobcbticket.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট কিনতে পারবেন। এছাড়াও প্লে স্টোর থেকে ‘গো বিসিবি টিকিট’ অ্যাপ ডাউনলোড করে- সেখান থেকেও টিকিট কিনতে পারবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর। বাকি দুটি ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে। সিরিজের সব কটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা দেড়টায়।
তাছাড়া তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। বাকি দুটি ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই আয়োজিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতের আবু ধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। যেখানে বাংলাদেশ ৩-০ শূন্য ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। বাজে ব্যাটিং আর গেমপ্ল্যানের কারণে বিদেশের মাটিতে এমন লজ্জার রেকর্ডের সাক্ষী হয়েছে বাংলাদেশ। যদিও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। 

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট