
বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ একদিনের আন্তর্জাতিক (ওডিআই) র্যাঙ্কিংয়ে বড় সাফল্য পেয়েছে আফগানিস্তান। দলের দুই তারকা খেলোয়াড় রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই উঠে গেছেন শীর্ষ স্থানে।
আবুধাবিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে সিরিজ জেতার পর রশিদ খান পুনরায় বিশ্বের এক নম্বর ওডিআই বোলার হয়েছেন। অন্যদিকে, ওমরজাই হয়েছেন শীর্ষ অলরাউন্ডার।
ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় ইব্রাহিম জাদরানও র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি করেছেন। ব্যাটসম্যানদের তালিকায় আট ধাপ এগিয়ে এখন তিনি দ্বিতীয়, প্রথম স্থানে আছেন ভারতের শুভমান গিল।
আফগানিস্তানের জন্য এটি ছিল একটি ঐতিহাসিক জয়। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশকে ৩-০ ব্যবধানে হারালো তারা। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে এই সাফল্য তাদেরকে অনেকাংশে এগিয়ে রাখবে।
তাছাড়া রশিদ খান তিন ম্যাচে মোট ১১টি উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজকে পেছনে ফেলেছেন। একই সিরিজে সাতটি উইকেট নেওয়ায় অলরাউন্ডার তালিকায় এক ধাপ এগিয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে টপকে শীর্ষে পৌঁছে যান আজমতউল্লাহ ওমরজাই।
এছাড়া রশিদ খান অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও দুই ধাপ এগিয়ে এখন চতুর্থ স্থানে আছেন। আফগানিস্তানের খেলোয়াড়রা এখন তিন বিভাগেই অর্থাৎ ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের প্রথম সারিতে অবস্থান করছেন।
ইব্রাহিম জাদরান এখন গিলের থেকে মাত্র ২০ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন, অর্থাৎ সামান্য ব্যবধানেই শীর্ষস্থান থেকে পিছিয়ে আছেন। এছাড়া ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে রাহমানউল্লাহ গুরবাজ দুই ধাপ এগিয়ে ১৬তম এবং মোহাম্মদ নবী ছয় ধাপ এগিয়ে যৌথভাবে ৫০তম স্থানে আছেন।
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/টিএ
