Connect with us
ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ে রোনাল্ডোর রেকর্ড, হাঙ্গেরির গোলে স্বপ্ন হাতছানি

ক্রিশ্চিয়ান রোনাল্ডো
ক্রিশ্চিয়ান রোনালদো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবারও ইতিহাস গড়েছেন। বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা নিশ্চিত করার ম্যাচে সর্বাধিক গোলে নতুন রেকর্ড গড়লেও জয়ের আনন্দটা অসম্পূর্ণ থেকে গেল পর্তুগালের। শেষ মুহূর্তে হাঙ্গেরির গোলে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে রোনাল্ডোর দল।

বাছাইপর্বের ৪০তম গোলটি করে নতুন মাইলফলক স্পর্শ করেন রোনাল্ডো। তাঁর জোড়া গোলে পর্তুগাল প্রায় নিশ্চিত করে ফেলেছিল বিশ্বকাপে জায়গা। কিন্তু অতিরিক্ত সময়ে লিভারপুলের ডোমিনিক জোবোস্লাই গোল করে ম্যাচে সমতা ফেরান।

অন্যদিকে, আয়ারল্যান্ড ১০ জন নিয়ে খেলা আর্মেনিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে থাকা হাঙ্গেরির পেছনে উঠে এসেছে।



গ্রুপ ই-তে স্পেন অপরাজিত আছে। আতানাস চেরনেভের আত্মঘাতী গোল ও মিকেল ওয়ারজাবালের শেষ মুহূর্তের পেনাল্টিতে বুলগেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে জয় ধরে রেখেছে দলটি। আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনো শেষ চার ম্যাচে ছয়টি গোল করেছেন, যার মধ্যে দুইটি গোলই করেছেন এই ম্যাচে।

তুরস্কও জয়ের ধারা অব্যাহত রেখেছে। জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে মেরিহ দেমিরাল দুইটি, আর কেনান ইয়িলদিজ ও ইউনুস আকগুন একটি করে গোল করেন।

গ্রুপ আই-এ ইতালি এখনো সরাসরি যোগ্যতার আশায় টিকে আছে। ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়েছে তারা। মাতেও রেটেগুই করেছেন দুটি গোল, শেষ দিকে গিয়ানলুকা মানচিনি হেডে দিয়ে করেন আরেকটি গোল। নরওয়ের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে ইতালি। আগামী মাসে নিজেদের মাঠে নরওয়ের বিপক্ষে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।

গ্রুপ কে-তে সার্বিয়া আন্দোরাকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানের লড়াইয়ে টিকে আছে। ইংল্যান্ড লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে। এখন সার্বিয়া ও আলবেনিয়া রানার্সআপের জন্য প্রতিযোগিতা করছে।

উল্লেখ্য, ইউরোপের বাইরে আফ্রিকা ও এশিয়াতেও মঙ্গলবার কয়েকটি দল বিশ্বকাপের টিকিট পেয়েছে। দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট, সেনেগাল, কাতার এবং সৌদি আরব ২০২৬ সালের বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল