আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াই এগিয়ে চলেছে। মূল পর্বের শেষ দিকে আসতেই সেমিফাইনালে ওঠার প্রতিযোগিতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। পয়েন্ট টেবিলের বর্তমান পরিস্থিতি অনুযায়ী দলগুলো কেমন অবস্থায় আছে তা দিয়ে অনেকটাই সেমিফাইনালের সেরা চারের ধারণা পাওয়া যাবে।
অস্ট্রেলিয়া-৭ পয়েন্ট, +১.৩৫৩ নেট রান রেট
অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই বিশ্বকাপে এখনও হারেনি। তারা নিউজিল্যান্ড, পাকিস্তান ও ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়েছে। ভারতের বিপক্ষে ৩৩১ রানের চ্যালেঞ্জিং রান তাড়া করে জয়, যা নারী ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড। দলের গভীরতা এবং ব্যাটিং-বোলিং উভয় দিকের শক্তি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালের জন্য শক্ত অবস্থানে রাখছে।
ইংল্যান্ড-৬ পয়েন্ট, +১.৮৬৪ নেট রান রেট
তিনটি ম্যাচ, তিনটি জয়। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ডও সেমিফাইনালের কাছাকাছি। অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্ট অসাধারণ ফর্মে আছেন। ইংল্যান্ডের লক্ষ্য ২০১৭ সালের পর আবারও বিশ্বকাপ জেতা।
দক্ষিণ আফ্রিকা-৬ পয়েন্ট, -০.৬১৮ নেট রান রেট
প্রোটিয়ার্সদের সাফল্য চোখে পড়ার মতো। ইংল্যান্ডের কাছে হারের পর তারা নিউজিল্যান্ড, ভারত এবং বাংলাদেশকে হারিয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে। তাজমিন ব্রিটস, লাউরা ওয়লভার্ড্ট এবং নাডিন দে ক্লার্ক দলের বড় খেলোয়াড় হিসেবে উদ্ভাসিত হয়েছেন।
ভারত-৪ পয়েন্ট, +০.৬৮২ নেট রান রেট
মঙ্গলবার পর্যন্ত ভারতের তিনটি ম্যাচে দুইটি হারে দল কিছুটা পিছিয়ে গেলেও ব্যাটিং ও বোলিং দু’দিকেই তারা ভারসাম্যপূর্ণ। স্মৃতি মন্ধানা, প্রতিকা রাওয়াল, হারলিন দিওল এবং রীচা ঘোষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
নিউজিল্যান্ড-৩ পয়েন্ট, -০.২৪৫ নেট রান রেট
উইটসারদের জয় বাংলাদেশবিরুদ্ধে আত্মবিশ্বাস বাড়িয়েছে। অধিনায়ক সফি ডিভাইন অসাধারণ ফর্মে, তিন ইনিংসে গড় রান ৮৬.৬৬। তবে সেমিফাইনালে ওঠার জন্য তাদের বাকি ম্যাচগুলো জিততেই হবে।
বাংলাদেশ-২ পয়েন্ট, -০.২৬৩ নেট রান রেট
পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশ তিনটি পরাজয় মুখোমুখি হয়েছে। তবে কিছু ভালো ইনিংস দেখা গেছে। বোলার মারুফা আক্তারের ছয় উইকেট ইতিমধ্যেই আলোচনায়। বাকি তিনটি ম্যাচ জিতলে শেষ চারতে জায়গা পাওয়া সম্ভব।
শ্রীলঙ্কা-২ পয়েন্ট, -১.৫২৬ নেট রান রেট
শ্রীলঙ্কার একমাত্র পয়েন্ট এসেছে পরিত্যক্ত ম্যাচ থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫৮/৬ করা সত্ত্বেও জয় আসেনি। বাকি তিনটি ম্যাচ জিততে হবে সেমিফাইনালে ওঠার জন্য। ইনোকা রানওয়েরা তাদের প্রধান বোলার।
পাকিস্তান-০ পয়েন্ট, -১.৮৮৭ নেট রান রেট
পাকিস্তান এখনও কোনো জয় পায়নি। বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ার কাছে তারা হেরেছে। সিদরা আমিন ব্যাটিংয়ে দলের সেরা, বিশেষ করে ভারতের বিপক্ষে ৮১ রানের ইনিংস। তাদের লক্ষ্য এবার ইংল্যান্ডকে হারানো।
গ্রুপ পর্ব শেষের দিকে এসে সেমিফাইনালের প্রতিযোগিতা সব দলকেই চাপে ফেলেছে। এখন দেখার বিষয় বাকি ম্যাচগুলোতে জিতে সেমিফাইনালে কে নিজের জায়গা নিশ্চিত করতে পারবে।
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/টিএ