Connect with us
ফুটবল

হংকংয়ের সঙ্গে ড্রয়ের পর হতাশা ঝাড়লেন হামজা

হামজা চৌধুরী
ম্যাচ শেষে হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বে এখন পর্যন্ত একবারই খেলেছিল, সেটা ১৯৮০ সালে। হামজা-সামিতের দলে আসার ফলে ৪৫ বছর পর আবারো এই টুর্নামেন্টে খেলার স্বপ্ন জেগেছিল দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। কিন্তু আজ হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে সেই সম্ভাবনা অনেকটাই কমে গেছে। এই ম্যাচের দুই ঘণ্টা পর ভারতও সিঙ্গাপুরের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে চলে গেছে।

হংকংয়ের সাথে ড্রয়ের মাধ্যমে বাংলাদেশ শেষ পর্যন্ত শুধুমাত্র এক পয়েন্টই যোগ করতে পেরেছে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, “আমরা আরও বেশি পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম বলে মনে হয়েছে, তবে এই উইন্ডো শেষ করেছি এক পয়েন্ট নিয়ে। তবে পয়েন্টের হিসাবের বাইরে গিয়ে বলতে চাই, ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।”

ম্যাচের প্রথমার্ধে তারিক কাজী একটি ফাউলের কারণে প্রতিপক্ষ পেনাল্টি পায় যা থেকে গোল করে। কোচ সংবাদ সম্মেলনে বলেন, “তারিকের সঙ্গে কথা হয়েছে, সে বল আগে ছুঁয়েছে বলে নিশ্চিত। ঘটনা ৫০-৫০ হতে পারে। আমি ভিডিও না দেখায় কিছু বলতে পারছি না। এটি আমাদের দুর্ভাগ্য ছিল, তা এখন ভাবার সময় নয়।”



বাংলাদেশ দলের এখন পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ে কোনো জয় নেই। তবু কোচ দলের খেলায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, “দল ক্রমাগত উন্নতি করছে। এমন সময়ও খেলোয়াড়রা ভালো ফুটবল দেখাচ্ছে, যখন আগের ম্যাচের পারফরম্যান্স ছাড়িয়ে যাওয়া মনে হয়েছিল কঠিন। দ্বিতীয়ার্ধে আমরা কিছু সময় ভালো ফুটবল খেলেছি।”

ম্যাচ শেষে হামজা দেওয়ান চৌধুরি বলেছেন, “ইংল্যান্ডে খেলেছি, কিন্তু এই স্টেডিয়ামের পরিবেশও অসাধারণ। সমর্থকদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায় তারা কতটা উৎসাহী। আমরা হেরে যাওয়ায় দুঃখিত, তবে প্রতিটি ম্যাচে উন্নতি করছি। আগামী ম্যাচগুলোতে আমরা আরও ভালো করার চেষ্টা করব।”

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল