
হংকংয়ের মাটিতে ম্যাচের শুরু থেকেই সমানে সমান টক্কর দিয়ে যাচ্ছিল বাংলাদেশ। তবে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। আবারও পরাজয়ের শঙ্কা জাগানো ম্যাচের শেষ দিকে রাকিবের দুর্দান্ত গোলে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। স্বাগতিকদের ১-১ গোলে রুখে দিল হামজারা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় হংকংয়ের মাটিতে তাদের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ ফুটবল দল। যেখানে আছে ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে হামজারা। এরপর একাধিক বার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সফলতা পায়নি তারা। তবে ম্যাচের ৮৪ মিনিটে গোল করে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন রাকিব হোসেন।
ডি-বক্সের মধ্যে সতীত্বের বাড়ানো লম্বা পাস থেকে হেডে বল রাকিবের দিকে বাড়ান ফাহমিদুল ইসলাম। পোস্টের একদম সামনে থেকে বল পেয়ে জালে জড়াতে কোনও ভুল করেননি রাকিব।
এর আগে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হংকংয়ের এক ফুটবলার। ১০ জনের দলের বিপক্ষে অতিরিক্ত কোন সুযোগ তৈরি করতে পারে কিনা বাংলাদেশ সেটাই ছিল দেখার বিষয়। অবশেষে ম্যাচ ড্র করার গুরুত্বপূর্ণ সেই গোল পেয়ে যায় সফরকারীরা।
এর আগে ঘরের মাঠে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৪-৩ গোলে হংকংয়ের কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ। ৩-১ গোলে পিছিয়ে পড়া ম্যাচে শেষ পর্যন্ত সমতা ফিরিয়েছিল হামজা-সামিতরা। তবে শেষ মুহূর্তের গোল হজমে পয়েন্ট হারাতে হয়েছিল তাদের। তবে এবার প্রতিপক্ষের মাঠ থেকে জয় না হলেও ড্র করে ১ পয়েন্ট নিয়ে ফিরেছে বাংলাদেশ।
নিজেদের খেলা চার ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ তালিকার তলানিতে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে করে টুর্নামেন্টের মূল পড়বে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে বাংলাদেশের।
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৫/এফএএস
