Connect with us
ফুটবল

শুরুতে দুই গোলের পরেও জাপানের কাছে হারল ব্রাজিল

Brazil vs Japan match
ব্রাজিল বনাম জাপান প্রীতি ম্যাচ। ছবি- সংগৃহীত

ম্যাচের প্রথমার্ধে দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল ব্রাজিল। এমন ম্যাচেও পরাজয় বরণ করতে হবে তাদের বিষয়টা চিন্তা করতে পারেনি হয়তো কেউই। তবে শেষ পর্যন্ত এশিয়ার দল জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আন্তর্জাতিক বিরতির পর জাপান ম্যাচ দিয়েই ফের মিশন শুরু হয়েছে কার্লো আনচেলত্তি বাহিনীর। আজ মঙ্গলবার বিকেলে প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। এর আগে সর্বশেষ প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে পরাজিত করেছিল তারা। তবে এবার জাপানের কাছে হেরে গেল উত্তর আমেরিকান এই দেশ।

আজ ম্যাচের প্রথমার্ধেই দুই গোলের দেখা পেয়েছিল ব্রাজিল। তবে এরপর দ্বিতীয়ার্ধের খেলায় তারা হজম করে বসে তিন গোল। এতে দুর্দান্ত কামব্যাক দেখালো জাপানিজরা।

ব্রাজিল আজকের আগে সর্বশেষ এশিয়ান কোনো দলের কাছে হেরেছিল ১৯৯৯ সালে। এক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল তারা। এছাড়া কনফেডারেশনস কাপের ম্যাচে ২০০১ সালে বর্তমান এশিয়ান প্রতিনিধিত্বকারী দল অস্ট্রেলিয়ার কাছেও হেরেছিল ব্রাজিল। তবে সে সময়ে এএফসির সদস্য ছিল না অস্ট্রেলিয়া, ছিল ওশেনিয়া অঞ্চলের প্রতিনিধি। সেই হিসেবে ‘আসল’ এশিয়ান দলের কাছে ব্রাজিলের সর্বশেষ হার ছিল ২৬ বছর আগে।



ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল