Connect with us
ক্রিকেট

মন্ট্রিয়েলের শিরোপা হাতছানির দিনে একা লড়লেন সাকিব

মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্স
মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্স। ছবি: সংগৃহীত

কানাডা সুপার সিক্সটির ফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান। কিন্তু তার দারুণ ইনিংস সত্ত্বেও জয়ের দেখা পেল না মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্স। ব্রাম্পটন ব্লিটজের বিপক্ষে ৮ উইকেটে হেরে রানার্সআপ হয় সাকিবের দল। ৬৯ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ব্রাম্পটন মাত্র ২৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।

ভ্যানকুভারে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে সাকিবের দল মন্ট্রিয়েল। প্রতিপক্ষের বোলারদের অসাধারণ বোলিংয়ে অনবরত উইকেট হারাতে থাকে দলটি। নির্ধারিত ৮ ওভারের মধ্যেই পুরো দল অলআউট হয়ে যায় মাত্র ৬৯ রানে।

ইনিংসের শুরুতে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার দিলপ্রিত সিং। ৮ বলে ১৮ রানে থামেন তিনি। তিন নম্বরে নেমে অধিনায়ক সাকিব আল হাসান চেষ্টা করেন দলকে এগিয়ে নেওয়ার। মাত্র ১২ বল খেলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। তবে তার সাথে অন্য প্রান্ত থেকে কেউ পার্টনারশিপ গড়তে পারেনি। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কে যেতে পারেননি।



বল হাতে জেতার মতো কিছু করার লড়াকু সংগ্রহ পাননি মন্ট্রিয়েলের বোলাররা। ৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাম্পটন ব্লিটজ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। ওপেনার মার্টিন গাপটিল খেলেন ১৩ বলে ২৩ রানের ইনিংস। তিন নম্বরে নামা ইংলিশ ব্যাটার জেমস ভিন্স ছিলেন আরও মারকুটে। ১৬ বলে ৩৪ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয়ে পৌঁছে দেন তিনি।

উল্লেখ্য, পুরো ম্যাচে সাকিবের ইনিংসটাই ছিল সবচেয়ে উজ্জ্বল দিক। কিন্তু দলের বাকি ব্যাটারদের ব্যর্থতায় তার সেই লড়াইও শেষ পর্যন্ত বৃথা যায়। মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্সকে এবারও শিরোপার স্বপ্নে থামতে হলো এক ধাপ দূরে এসে।

ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট