
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইতিমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। আজ আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ব্যাটিংয়ে। শুধু এই সিরিজ নয়, চলতি বছরজুড়েই ব্যাটিং ব্যর্থতা দেখা গিয়েছে বাংলাদেশ দলে। এ বছর খেলা আট ওয়ানডের সাতটিতেই দল অলআউট হয়েছে দল। তাছাড়া শেষ পর্যন্ত পুরো ৫০ ওভারও খেলতে পারছে না ব্যাটাররা। ফলে ব্যাটিং ইউনিট বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ।
এদিকে ওপেনিং জুটি নিয়েও চিন্তা বাড়ছে। প্রথম দুই ম্যাচে তানজিদ হাসান সংগ্রহ করেছেন ০ ও ১০ রান। ফলে আজ তাঁর জায়গায় একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ নাঈম শেখকে । ভিসা জটিলতার কারণে শুরুতে দলের সঙ্গে যেতে না পারলেও দ্বিতীয় ম্যাচের আগেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন তিনি। নাঈমকে দলে নিলে ওপেনিংয়ে তার সাথে দেখা যেতে পারে সাইফ হাসানকে।
মিডল অর্ডারেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। জাকের আলী শেষ দুই ম্যাচে ১০ ও ১৮ রান করে বাজেভাবে আউট হয়েছেন। তাঁর পরিবর্তে আজ জায়গা পেতে পারেন শামীম হোসেন পাঠোয়ারী।
অবশ্য বোলিং ইউনিট নিয়ে বাংলাদেশের বড় কোনো সমস্যা নেই, তবে শেষ ম্যাচ হিসেবে একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তরুণ পেসার নাহিদ রানা এখনো ম্যাচ খেলার সুযোগ পাননি। আজ তাঁকে একাদশে দেখা যেতে পারে। সেক্ষেত্রে বিশ্রাম দেওয়া হতে পারে তানজিম হাসান সাকিবকে।
অন্যদিকে, আফগানিস্তান টানা দুই ম্যাচ জিতে দারুণ ফর্মে রয়েছে। প্রথম দুই ম্যাচেই তাদের বোলাররা বাংলাদেশকে বড় চাপে ফেলেছে। আজকের ম্যাচেও সেই ছন্দ ধরে রাখতে চাইবে তারা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান/মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জাকের আলী/শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান/নাহিদ রানা, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৫/টিএ
