
মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক মেইন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
গত ৯ অক্টোবর ঢাকায় প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। শুরুতে ভালো খেলেও ম্যাচে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের এটি দুই দলেরই চতুর্থ ম্যাচ। হংকং এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, সমান ম্যাচে দুই হার ও এক ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। ফলে শেষ ম্যাচে জিতলেও মূল পর্বে ওঠা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। তবুও জয়ের আশা রাখছে বাংলাদেশ।
ফিফা র্যাংকিংয়েও হংকং বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ ওপরে। মাঠের লড়াইয়েও এই পার্থক্য প্রায়ই চোখে পড়ে। এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে চার ম্যাচে জয় পেয়েছে হংকং, আর একটি ম্যাচ ড্র হয়েছে।
কারণ ঢাকার ম্যাচে বাংলাদেশ নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে। সেজন্য আজকের ম্যাচেও লক্ষ্য একটাই থাকবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করা। কোচ ও খেলোয়াড়রা ম্যাচের আগে জানিয়েছেন, হংকংয়ের মাঠে হলেও আমরা আত্মবিশ্বাস নিয়ে নামবো। সুযোগ পেলেই গোলের চেষ্টা করবো।
এদিকে বাংলাদেশের সমর্থকদের চোখ থাকবে দলের তরুণ ফরোয়ার্ডদের দিকে, যারা আগের ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন। মিডফিল্ড থেকে সঠিক পাস আর ডিফেন্স এই দুই দিকে ভালো করতে পারলে ফলাফল বাংলাদেশের পক্ষেই আসবে।
শেষ পর্যন্ত জয় আসুক বা না আসুক, ফুটবলপ্রেমীদের প্রত্যাশা একটাই ঢাকার মতো আরেকটা লড়াকু পারফরম্যান্স, যেখানে দল তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে।
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৫/টিএ
