
অস্ট্রেলিয়ার উইকেটকিপার জশ ইনগ্লিস চোটের কারণে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারছেন না। পায়ের পেশিতে টান লাগায় তাঁকে দল থেকে ছিটকে যেতে হয়েছে। অন্যদিকে পারিবারিক কারণে প্রথম ম্যাচে খেলবেন না অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
তাঁদের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া দলে যুক্ত করেছে দুই নতুন মুখ উইকেটকিপার জশ ফিলিপ ও বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমানকে। আগামী রবিবার পার্থে শুরু হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ।
ফিলিপ সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার তিনি ইনগ্লিসের জায়গায় সুযোগ পাচ্ছেন। ইনগ্লিস নিউজিল্যান্ড সফরেও এই চোটের কারণেই খেলতে পারেননি।
এদিকে প্রথম ওয়ানডেতে থাকছেন না মূল উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। তিনি দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের বিপক্ষে খেলবেন, আগামী মাসের অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে। ক্যারি দ্বিতীয় ওয়ানডেতে দলের সঙ্গে যোগ দেবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ইনগ্লিস তৃতীয় ওয়ানডেতে (২৫ অক্টোবর সিডনিতে) ফিরতে পারেন।
ম্যাথু কুনেমান ২০২২ সালের পর প্রথমবার ওয়ানডেতে খেলতে পারেন। স্পিন আক্রমণে তাঁর সঙ্গে আছেন ম্যাট শর্ট ও কুপার কনোলি। অন্যদিকে জাম্পা অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
ভারত ইতিমধ্যেই এই সিরিজের জন্য রোহিত শর্মা ও বিরাট কোহলিসহ পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে।
উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর পার্থে। এরপর দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর অ্যাডিলেডে এবং শেষ ওয়ানডে ২৫ অক্টোবর সিডনিতে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজের পরই শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টি ২৯ অক্টোবর ক্যানবেরায়। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি ৩১ অক্টোবর মেলবোর্নে, তৃতীয়টি ২ নভেম্বর হোবার্টে, চতুর্থটি ৬ নভেম্বর গোল্ড কোস্টে, এবং শেষ ম্যাচটি হবে ৮ নভেম্বর ব্রিসবেনে।
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৫/টিএ
