
অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের শুরুটা প্রায় জয় দিয়েই শুরু করতে যাচ্ছিলো বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তের এক গোলেই হাতছাড়া হলো সেই সুযোগ। জর্ডানের আকাবা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর দল।
ম্যাচের শুরুতেই দারুণ ছন্দে ছিল বাংলাদেশের মেয়েরা। মাত্র তৃতীয় মিনিটেই এগিয়ে যায় দলটি। মামনি চাকমার নেওয়া ফ্রি-কিক জর্ডানের গোলবারে লেগে এলে, সেখানে বল ধরে জোরে হেডে গোল করেন সৌরভী আক্তার। আগের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে সাত গোল করা এই ফরোয়ার্ড এবারও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রস্তুতি ম্যাচগুলোতেও তিনি ছিলেন দুর্দান্ত। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেছিলেন দুটি গোল।
প্রথমদিকে গোল হজম করে কিছুটা চাপে পড়লেও দ্রুতই ম্যাচে ফিরে আসে জর্ডান। তারাও বিভিন্ন সময় আক্রমণের চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের মেয়েরা তখনও নিয়মিতভাবে আক্রমণ চালাচ্ছিল। ৩০ মিনিটের মধ্যে দুটি কর্নার আদায় করে নেয় পূর্ণিমা মারমা ও আলপি আলফিদের দল। কিন্তু প্রতিপক্ষের শক্তিশালী ডিফেন্সের কারণে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তারা।
৪০ মিনিটে আরও একটি সুযোগ আসে বাংলাদেশের সামনে। প্রতিপক্ষ বক্সের বাইরে সৌরভীকে ফাউল করলে আবারও ফ্রি-কিক পায় বাংলাদেশ। মামনি চাকমার শট সামান্য ব্যবধানে গোলপোস্টের বাইরে চলে যায়। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে বাংলাদেশের এগিয়ে থাকার মধ্য দিয়ে।
বিরতির পরও বাংলাদেশ খেলা নিয়ন্ত্রণে রাখে। মাঝমাঠে সাফিয়া, পূর্ণিমা ও হৃদিতা ভালো সমন্বয় গড়ে একের পর এক আক্রমণ সাজান। কিন্তু বেশ কয়েকটি শট গোলবার মিস করে, কয়েকটি আবার রুখে দেন জর্ডানের গোলরক্ষক।
খেলা শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে এসে সব পরিকল্পনা ভেস্তে যায়। ৮৯ মিনিটে প্রতিপক্ষের মিরা দারুণ এক লং রেঞ্জ শটে গোল করে ম্যাচে সমতা ফেরান। বাংলাদেশ গোলরক্ষক তানজিলা চেষ্টা করেও সেই বল ঠেকাতে পারেননি। ফলে জয়ের উৎসব শুরু করার আগেই ড্র মেনে নিতে হয় টিটুর দলকে।
বাছাইপর্বে গ্রুপ ‘এইচ’-এ বাংলাদেশের সঙ্গে আছে জর্ডান ও চাইনিজ তাইপে। মূল পর্বে যেতে হলে গ্রুপের শীর্ষে থাকতে হবে নিগার সুলতানাদের উত্তরসূরিদের। পরের ম্যাচে ১৭ অক্টোবর একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।
উল্লেখ্য, মূল আসর বসবে আগামী এপ্রিলে চীনে। ইতিমধ্যে আয়োজক হিসেবে চীনের স্থান নিশ্চিত। সঙ্গে আগের আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ জাপান ও তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া সরাসরি খেলবে টুর্নামেন্টে। তাদের সঙ্গে যোগ দেবে বাছাইপর্বের আট গ্রুপের শীর্ষ দলগুলো।
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৫/টিএ
